কখনও সরকারের কাজ, কখনও দলের কাজ- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাজের চাপ নেহাত কম নয়ꦿ। আর এখন তো আবার লোকসভা নির্বাচন এসে গিয়েছে। ফলে ব্যস্ততা আরও বেড়েছে। দলের সর্বভারতীয় সভাপতি না হলেও নরেন্দ্র মোদী এবং জেপি নড্ডার সঙ্গে বিজেপির রণকৌশল তৈরি করেন তিনিই। সেইসঙ্গে একবার এই রাজ্যে যাচ্ছেন, আবার যাচ্ছেন অন্য একটি রাজ্যে। প্রচার সারছেন। সেই পরিস্থিতিতে পরিবারের জন্য কীভাবে সময় বের করছেন, কীভাবে পরিবারের সঙ্গে সময় কাটান, সেই তথ্য ফাঁস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। যদিও তিনি জানিয়েছেন যে নিজে পরিবারের জন্য সময় বের করতে পারেন না। বরং শাহের সূচি মতো পরিবারের সদস্যরা সময় বের করে নেন। আর সেভাবেই কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করেন। বজায় রাখেন ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’।
নিউজ১৮ রাইজিং ভারত সম্মেলনে শাহ বলেন, 'আমি পরিবারের জন্য সময় বের করতে পারি না। কিন্তু আমার জন্য সময় বের করে নেয় পরিবার।' সঙ🐲্গে তিনি বলেন, ‘সেভাবেই আমাদের ভারসাম্য বজায় থাকে। আর সেটার ক্ষেত্রে আমার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’ আর শাহের স๊েই উত্তর পরই মুচকি হাসি ধরা পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সোনালের মুখে।
তারইমধ্যে ওই স🍃ম্মেলন থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট, নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের মতো বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন শাহ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গে শাহ বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে কারও নাগরিকত্ব চলে যাবে না। আমি আবারও পরিষ্কার করে বলতে চাই যে ওই আইন নিয়ে এই দেশের মুসলিমদের চিন্তা করার কোনও কারণ নেই। স্বাধীনতার সময় সব বড়-বড় নেতারাই এই প্রতিজ্ঞা করেছিলেন।’
সেইসঙ্গেে শাহ দাবি করেছেন যে এবারের লোকস𒅌ভা নির্বাচনে ৩৭০টির বেশি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। আর সেজন্য গেরুয়া শিবির যে পশ্চিমবঙ্গের উপর বাড়তি নজর দিচ্ছে, তাও স্পষ্ট করে দিয়েছেন শাহ। তিনি বলেছেন, 'বাংলা, ওড়িশা, তেলাঙ্গানা, পঞ্জাবে আমাদের উন্নতির সুযোগ আছে। কেরল এবং তামিলনাড়ুতেও আসন ༒সংখ্যা বাড়ানোর সুযোগ আছে আমাদের সামনে।'