ফের প্রকাশ্য মঞ্চে ভোটের বিনিময়ে সরকারি আনুকুল্য পাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ফের অভিযুক্ত বারাকপুরের তৃণমূল প্রার্থী পা🙈র্থ ভৌমিক। ব🌸ুধবার এক নির্বাচনী সভা থেকে তিনি বলেন, ‘যে পঞ্চায়েত লিড দেবে তাদের আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়।’ এমনকী এটা, ‘তৃণমূলের ঘোষিত নীতি’ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: কোনও কেউকেটার কাছে মাথা নত করবেন না, ইঞ্👍জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বললেন ফিরহাদ
এদিন পার্থবাবু বলেন, ‘পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা আমাদের ঘ🔜োষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবে।
আমি আমডাঙায় গিয়ে বলেছিলাম, যে পঞ্চায়েত ভোট দেবে তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হল। আমাকে সাং▨বাদিকরা জিজ্ঞাসা করলেন কী প্রাইজ দেবেন? আমি বললাম, অকুণ্ঠ ভালোবাসা। মনে আছে ২০২১ সালের পরে এখানে প্রাইজ হয়েছিল? ২০২৪এও প্রাইজ হবে’।
আরও পড়ুন: ‘লিপস অ্যান্ড বা🦩উন্ডস তো জিন্দা হ্যায় না’? অভিষেকের রক্ষাকবচ নিয়ে বললেন শ🅠ুভেন্দু
গত ১৭ মার্চ আমডাঙায় একই ধরণের মন﷽্তব্য করেছিলেন পার্থ ভৌমিক। এর পর তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তবে তাতেও যে তিনি থামতে নারাজ তা প্রমাণ করে দিলেন বারাকপুরের তৃণমূল প্রার্থী। শুধু তিনিই নন, একই ধ♓রণের অভিযোগ উঠেছে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে। প্রচারে বেরিয়ে ভোটের বিনিময়ে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ধরণের প্রচার কৌশল আদর্শ আচরণবিধির পরিপন্থী।