বলতে বলতে আকছাড় শালীনতার সীমা ছাড়ান তিনি। এবার ভোটপ্রচারেও বিপক্ষ🤪 প্রার্থীদের ব্যক্তিগত আক্রমণ করতে পিছ পা হলেন না শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বাম প্রার্থী দীপ্সিতা ধর ও বিজেপি প্রার্থী কবিরশংকর বসুকে ব্যক্তিগত আক্রমণ করলেন তিনি।
আরও পড়ুন: ভিডিয়🔯ো ফেক, সন্দেশখালির স্টিং অপারেশনের CBI তদন্ত দাবি করল BJP, রেখা পাত্র বললেন
পড়তে থাকুন: অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভ♉িযোগ করেছেন𝔍 গঙ্গাধর, যাবেন CBI দফতরেও: শুভেন্দু
কবিরশংকরকে আক্রমণ
শনিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডানকুনির চাকুন্দিতে এক নির্বাচনী সভা থেকে বিরোধী প্রার্থীদের আক্রমণ করতে করতে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে🔜 দেন কল্যাণ। বিজেপি প্রার্থী কবিরশংকর বসুর নাম করে তিনি বলেন, ‘ওকে শ্রীরামপুর কে চিনিয়েছে? ও শ্রীরামপুর চিনেছে আমার হাত ধরে। প্রাক্তন শ্বশুরের নাম𝔉 ব্যবহার করে ও বার বার টিকিট পায়। শ্রীরামপুরের রাজনীতিতে ওর কী ভূমিকা রয়েছে? ওকে কেউ চেনে না।’ বলে রাখি, কল্যাণবাবুর প্রাক্তন জামাই ছিলেন আইনজীবী কবিরশংকর বসু।
বাদ গেলেন না দীপ্সিতাও
মেয়ের বয়সী বাম প্রার্থী দীপ্সিতা ধরকেও ছাড়েননি তিনি। দীপ্সিতাকে আক্রমণ করতে তাঁর ঠাকুরদার প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, ‘পদ্মনিধি ধর (দীপ্সিতার ঠাকুরদা) কী করেছিলেন ডোমজুড়ের জন্য? সেই সিপিএম আবার আসবে? দীপ্সিতা ধর না কি এত উচ্চশিক্ষিত যে Phd করতে ওর ৯ বছর লেগেছিল। আমিও পড়াশুনো করেছি। হাই🍷কোর্টে কাজ করেছি। বিয়ে করে সংসার করেছি। বাম প্রার্থী এত উচ্চ শিক্ষিত হলে এখনো কিছু করতে পারেননি কেন?’
গত লোকসভা নির্বাচনেও শ্রীরামপুর কেন্দ্র ♒থেকে কবিরশংকর বসুকে দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু কল্যাণবাবুর কাছে পরাজিত হন তিনি। ওদিকে এবারই প্রথম লোকসভা ভোটে লড়ছেন দীপ্সিতা। কল্যাণবাবুর অভিযোগ, দীপ্সিতা তাঁকে ব্যক্তিগত আক্রমণღ করছেন।
আরও পড়ুন: চুপিসাড়ে 🌞বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL
কাঞ্চনকেও ব্যক্তিগত আক্রমণ কল্যাণের
শুধু বিরোধী প্রার্থী নন, নিজের দলের বিধায়ক কাঞ্চন মল্লিককেও ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগ উঠেছে কল্যাণ বন্দ্য🍰োপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি কোন্নগরে ভোটপ্রচারের সময় নিজের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেন কল্যাণবাবু। বলেন, তোমাকে দেখলে মহিলারা রিঅ্যাক্ট করছেন। কল্যাণবাবুর আপত্তিতে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন কাঞ্চন।