বিজেপি ত্যাগের ঘোষণার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ভোটের কয়েকদিন আগে তৃণমূলে যোগদান করে সেই জল্পনায় জল ঢাললেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। রবিবার নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পত𓃲াকা গ্রহণ করেন তিনি। কুনার হেমব্রমের তৃণমূলে যোগদানে ঝাড়গ্রামে তাদের জয় আরও সুনিশ্চিত হল বলে দাবি শাসকদলের।
আরও পড়ুন: ভোটের মধ্💧যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA
পড়তে থাকুন: ‘পিসি-ভাইপোকে ছাড়ব 𝔉না…🥃হারিয়ে দেখাব,’ জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি
গত ৯ মার্চ বিজেপির সঙ্গ ত্যাগের কথা ঘোষণা করেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। তবে এব্যাপারে নির্দিষ্ট কিছু জা𓄧নাননি তিনি। ওদিকে ভোট ঘোষণার পর বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা হলে দেখা যায় ঝাড়গ্রাম থেকে চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করে গেরুয়া শিবির। তবে তার পরেও রাজনীতির ময়দানে দেখা যায়নি কুনার হেমব্রমকে। রবিবার হঠাৎই নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তৃণমূলে যোগদান করেন তিনি। সভার শুরুতেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।
ষষ্ঠ দফার ভোট প্রচারে রবিব🌳ারই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ঝ📖াড়গ্রামে সভা করবে বিজেপি। তার মধ্যেই দলের সাংসদের তৃণমূলে যোগদানে বিজেপির অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছ🌼ত্রধর প্রসঙ্গে মমতাকে নি💯শানা শুভেন্দুর
যদিও কুনার হেমব্রমের তৃণমূলে যোগদানে বিজেপির ওপর কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দলের মুখপাত্র জগন্নাথ সরকার। তিনি বলেন, অনেক আশা নিয়ে গতবার IITর প্রাক্তনী কুনার হেমব্রমকে টিকিট দিয়েছিলেন মোদীজি। কিনꦡ্তু উন্নত ভারতের সংকল্পে কাজ করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই এবার তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেটা বুঝে আগে থেকেই তিনি দল ছেড়েছিলেন। এবার চোর, গুন্ডা, লম্পটদের দল তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন। এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। যিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন। তিনিই ঝাড়গ্রাম থেকে সাংসদ হতে চলেছেন।