জয়ী হলেন কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পুত্র করণ ভূষণ সিং। তাঁকে প্রার্থী করার পরেই বিজেপির সমালোচনায় সরব হয়েছিলেন নির্যাতিতা কুস্তিগীররা। তবে শেষ হাসি হাসলেন ব্রিজ ভূষণ পুত্র। উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে প্রায় ১.৪ লাখ ভোটে তিনি জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ লাখ ৭০ হাজার ২৬৩ টি। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির ভগত রাম ৪ লাখ ২২ হা๊জার ৪২০ টি ভোট পেয়েছিলেন।
আরও পড়ুন: 🍨‘ঘাতক গাড়িটি আমার কনভয়ের অংশ ছিল’ গোণ্ডায় দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন করণ ভূষণ
যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর এবার ব্রিজ ভূষণকে প্রার্থী করেননি বিজেপি। তাঁর ছেলেকেই দেওয়া হয়েছিল টিকিট। তবে গত মে মাসে ব্রিজ ভূষণ বলেছিলেন, তাঁর ছেলে নির্বাচনে জয়ী হবে। শুধু তাই নয়, তাঁর ছেলে আরও বেশি ভোট পাবে। কায়সারগঞ্জে একটাই ইস্যু, সেটা হল ব্রিজভূষণ সিং। সেই মতোই বাবার জয়ের ধারা এগিয়ে নিয়ে গেলেন ছেলে। জয়ের❀ পর এদিন করণ ভূষণ বলেন, ‘বাবার ৩০ বছরের কঠোর পরিশ্রমের কারণেই জয়ী হ𝓀য়েছি।’
উল্লেখ্য, শুধুমাত্র কায়সারগঞ্জ থেকে তিনবার জয়ী হয়েছেন ব্রিজ ভূষণ। ২০১৯ সালে তিনি ২ লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন। তিনি উত্তরপ্রদেশের একজন প্রভাবশালী বিজেপি নেতা হিসেবে পরিচিত। তবে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর থেকেই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ধাক্কা খায়। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনের নেমেছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগাতের মতো পদক জয়ী শীর্ষ স্তরের কুস্তিগীররা। এদিকে, এই অভিযোগ ওঠার পর ব্রিজ ভূষণকে ভারতের কুস্তি সংস্থার প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তাঁর সাংসদ পদ বাতিল করা হয়নি। তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। পরে ব্রিজ ভূষণের এক ঘনিষ্ঠকে সভাপতি করায় কেঁদে কুস্তি ছেড়েছিলেন সাক্ষী মালিক।