আরএসএসের সঙ্গে বিজেপির ঠিক কতটা ঘনিষ্ঠতা? বিজেপি কি পুরোপু✱রি আরএসএস পরিচালিত? আগের বাজপেয়ী জমানার সঙ্গে বর্তমান সংগঠনের কতটা ফারাক? সবটা জানালেন জেপি নড্ডা। আসলে বিজেপির সঙ্গে মাঝেমধ্যে গুলিয়ে ফেলা হয় আরএসএসকে। সেই সঙ্গেই বলা হয় যে আগে যখন বাজপেয়ী ক্ষমতায় ছিলেন তখন ছিল অন্য বিজেপি। আর এখন হয়েছে অন্য বিজেপি। সব প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন জেপি নড্ডা।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জানিয়েছেন বর্তমানে বিজেপির গঠন অনেকটা শক্তপোক্ত। এখন বিজেপি একাই চলতে পারে। সেই সঙ্গেই তিনি বলেন আরএসএস হল একটা আদর্শগত ফ্রন্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটা সাক্ষাৎকারে একথা বলেন নড্ডা। অটল বিহারি বাজপেয়ীর জমানার প্রসঙ্গও ওঠে। এখনকার বিজেপির ফারাক কতটা সেই কথাও উঠ𓆏ে আসে। তাছাড়া পার্টির মধ্য়ে আরএসএসের উপস্থিতি নিয়েও তিনি মুখ খোলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এ🌠কটা সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুতে আমাদের ক্ষমতা একটু কম ছিল। আমরা একটু ছোট ছিলাম। আরএসএসকে আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা আগের তুলনায় অনেকটা বেড়েছি। বিজেপি এখন নিজে নিজেই চলতে প🍎ারে। এটাই এখন ফারাক।
প্রশ্ন করা হয়েছিল বিজেপির কি এখন আরএসএসের সাপোর্ট দরকার লাগে? জেপি নড্ডা জানিয়েছেন, পার্টি অনেকটা বড় হয়েছ🐻ে। এখন নেতৃত্বরা তাদের মতো করে কর্তব্য পালন করেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আরএসএস হল একটা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বিজেপি একটি রাজ🦩নৈতিক সংগঠন।
তিনি বলেন, এটা প্রয়োজনের কোনও ব্যাপার নয়। RSS হল একটা আদর𝕴্শগত ফ্রন্ট। ওরা🅺 আদর্শগতভাবে তাদের কাজ করে। আর আমরা করি আমাদের কাজ। আমরা আমাদের মতো করে কাজ করি। তেমনটাই রাজনৈতিক নেতাদের করা দরকার। তিনি ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা আমাদের মতো করে আমাদের কাজ করি। এটাই রাজনৈতিক দলের করা দরকার।
আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিটা ক্ষেত্রেই বলা হয় যে বিজেপি পুরোপুরি আরএসএস পরিচালিত। আরএসএস তাদের নিয়ন্ত্রণ করে। আরএসএস যেভাবে তাদের পরিচালিত করে তারা সেভাবেই কাজ করে। তবে এবার তা নিয়ে মুখ খুললেন নড্ডা। তিনি জানিয়েছেন, শুরুতে আমাদের ক্ষমতা একটু কম ছিল। আমরা একটু ছ✱োট ছিলাম। আরএসএসকে আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা আগের তুলনায় অনেকটা বেড়েছি। বিজেপি এখন নিজে নিজেই চলতে পারে। এটাই এখন ফারাক।