কংগ্রেসের ‘ধোঁকা’ সত্ত্বেও হাত শিবিরকে পশ্চিমবঙ্গের দুটি আসন ছেড়ে দিল বামফ্রন্ট। রবিবার মালদা কলেজের অডিটোরিয়ামে কর্মিসভার শেষে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন যে জেলার দুটি আসনে (মালদা উত্তর এবং মালদা দক্ষিণ) প্রার্থী দেবে না লাল ব্রিগেড। কংগ্রেসের প্রার্থীদেরই সমর্থন করা হবে। শুধু তাই নয়, ‘বিজেপি নামক অশুভ শক্তি এবং তৃণমূল কংগ্রেস নামক মিথ্যাচারী শক্তির বিরুদ্ধে’ লড়াইয়ে যাতে কংগ্রেস জিততে পারে, সেজন্য হাত শিবিরের প্রার্থীদ♏ের হয়েও বাম শিবির প্রচার করবে বলে জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান।
তিনি বলেন, ‘মালদায় আমাদের প্রার্থী নেই। কিন্তু আছে। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি এবং তৃণমূ💙ল কংগ্রেস নামক মিথ্যাচারী শক্তির বিরুদ্ধে যারাই লড়াই করতে চায়, আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই। কংগ্রেস যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাই তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে। মানে এই মালদা উত্তর এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেস।’
আর বামফ্রন্টের চেয়ারম্যান যেদিন সেই কথা বললেন, তার কয়েক ঘণ্টা আগেই এমন একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস, যে কেন্দ্রে তারা লড়বে বলে সপ্তাহখানেক আগেই জানিয়ে দিয়েছিল বামফ্রন্ট। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়। অন্যদিকে, কংগ্রেস পিয়া রায়চৌধুরীকে টিকিট দিয়েছে♒। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জোটের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে বলে মনে করছিল সংশ্লিষ্ট মহল। কিন্তু রবিবার বিমান যে ঘোষণা করলেন, তাতে নতুন করে ‘উড়ান’ ধরল বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা।
মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রে কারা প্রার্থী?
কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে মালদা🍌 উত্তর কেন্দ্র থেকে লড়াই করবেন মোস্তাক আলম। আর মালদা দক্ষিণ কেন্দ্রে ইশা খান চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে। তাঁদের লড়াইটা অবশ্য একেবারেই সহজ নয়। মালদা উত্তর থেকে বিজেপির টিকিট পেয়েছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর ইশাকে লড়াই করতে হবে তৃণমূলের শাহনওয়াজ আলি রায়হান এবং বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে। ওই আসন থেকে ২০১৯ সালে জিতেছিল কংগ্রেস।
আরও পড়ুন: ‘তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ আসন পাবে’, ভবিষ্যদ্বাণী করে দি🍸লেন কুণাল ঘোষ