লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে এখ🐲নও আটদিন বাকি। জাতীয় রাজনীতির অলিন্দে এখন বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন্দ্রের সরকারে আসছে কারা? মোদী সরকার নাকি ইন্ডিয়া জোট। এই আবহে আবার বিতর্ক তৈরি করলেন জাতীয় রাজনীতিতে দলবদলুদের তালিকায় যাঁর নাম প্রথমে আছে। হ্যাঁ, তিনি নীতীশ কুমার। বিহারের এখন তিনিই মুখ্যমন্ত্রী। সরকার বারবার পাল্টেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনিই থেকেছেন। এখন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে। এমনই খবর জেডিইউ সূত্রে। আর তাই কদিন আগেই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ–তে গিয়েছেন নীতীশ। এবার নীতীশ কুমারই ভরা মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন, এবার নরেন্দ্র মোদীকে আবার দেখতে চান মুখ্যমন্ত্রী হিসেবে। বিজেপি নেতাদের পাশে নিয়ে এমন কথা বলতেই বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল হওয়া সেই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বক্তব্য রাখছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তখন বলেছিলেন, ৬০০ আসনে মোদীজি জিতবেন। অথচ অত আসন লোকসভায় নেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪০০ পার নিয়ে জোর আওয়াজ তুলেছেন বিজেপি নেতারা। সেই আসন লাভের লক্ষ্য﷽ পূরণ করতে এনডিএ’র শরিক হিসেবে ৪০০ পারের স্লোগান তুলেছেন নীতীশও। রবিবার পাটনা সাহিব লোকসভা কেন্দ্রে ভোট প্রচার করেন নীতীশ। সেই সভাতেই নীতীশ ঘোষণা করেন, ‘আমাদের ইচ্ছে আমরা গোটা দেশে ৪০০’র বেশি আসনে জয়লাভ করি। সেইসঙ্গে আমরা সম্মানীয় নরেন্দ্র মোদীকে আরও একবার মুখ্যমন্ত্রীর আসনে বসাই। যাতে গোটা দেশের উন্নয়ন হয়। আর বিহারে🔜রও উন্নয়ন হয়।’
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের অঙ্ক কী বলছে? জানতে ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়🦩েছে!
কেন এমন বলছেন নীতীশ? নীতীশ কুমার বারবার দলবদল করলেও তিনি কিন্তু যথেষ্ট পোড়খাওয়া রাজনীতিবিদ। ৭৩ বছর বয়সের এমন নেতার কথায় তাই জোর বিতর্ক তৈরি হয়েছে। কারণ নীতীশ কি এসব কথা সচেতনভাবে বℱলছেন? নাকি মুখ খসকে এসব বেরিয়ে যাচ্ছে? উঠছ💙ে প্রশ্ন। তবে সঙ্গে সঙ্গে নিজের ভুল সংশোধন করে নীতীশ বলে ওঠেন, তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন এবং আরও এগিয়ে যাবেন। তবে তাতেও শেষপর্যন্ত ড্যামেজ কন্ট্রোল করতে পারেননি নীতীশ। তাঁর এই মন্তব্যে জলঘোলা শুরু হয়েছে। তাহলে কি অন্য কোনও ছক কষছেন নীতীশ কুমার?
তাহলে কি নীতীশ কুমার বুঝে গিয়েছেন মোদী সরকার আর আসছে না? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। কারণ গোপনে অন্য ছকও কষতে পারেন নীতীশ বলেও শোনা যাচ্ছে। এনডিএ ৪০০ আসন জয় ক♏রতে পারবে কিনা তা নিয়ে অনেক সমীকরণ ও বিশ্লেষণ চলছে। যার উত্তর মিলবে 𝓀৪ জুন। তবে ফলপ্রকাশের পর যদি সরকার গঠনে টানাটানি পরিস্থিতি তৈরি হয় তাহলে আবার আসন সংখ্যা নিয়ে ময়দানে নামতে পারেন নীতীশ কুমার। তখন ইন্ডিয়া জোট হোক অথবা এনডিএ—দু’জায়গাতেই নীতীশের শর্ত হবে প্রধানমন্ত্রীর কুর্সি।