লোকসভা নি🐻র্বাচনের দফা যত এগোচ্ছে তত বেলাগাম হয়ে পড়ছে বিজেপি নেতারা। তার মধ্যে দিলীপ ঘোষের নাম রয়েছে সবার উপরে। কারণ থানার আইসিকে রাস্তায় প্যান্ট খুলে নেওয়ার কথা তিনিই বলেছেন। আবার বর্ধমান থানার আইসিকে জুতোপেটা করার কথা শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলায়। তাতে রাজ্য–রাজনীতি তোলপাড় হলেও দিলীপ ঘোষের কোনও পরিবর্তন ঘটেনি। তিনি একই মেজাজে কুকথা বলেই চলেছেন। দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পাঠানোর পর থেকেই এমন আচরণ বেশি দেখা যাচ্ছে। আগেও নানা কুকথা বলেছেন দিলীপ। তবে এবার সেটা বেআব্রু হয়ে যাচ্ছে। আজ, শুক্রবার আবার সরাসরি পুলিশ প্রশাসনকে হুমকি দিলেন দিলীপ ঘোষ।
লোকসভা নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলেছিলেন দিলীপ ঘোষ। তার জন্য দল সেন্সর করেছিল। নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছিল এই বিজেপি প্রার্থীকে। কিন্তু তারপরও কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বরং প্রতিনিয়♐ত বেলাগাম হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। ‘আইসির কাপড় খুলে নেব’, ‘জুতোপেটা করব’ এসব তো বলছিলেনই। এবার দিলীপ ঘোষকে আজ, শুক্রবা🌳র সকালে পুলিশকে আক্রমণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, ‘বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব’। বিজেপি প্রার্থীর এই মন্তব্যে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে।
আরও পড়ুন: রাতের সরকারি বাসে হঠাৎ যাত্রীদের পাশে 🍷রাহুল গান্ধী, মানুষের সঙ্গে সফরেই শুনলে⭕ন কথা
সন্দেশখালি স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসꩲার পর থেকেই বিজেপি নেতারা কুৎসিত ভাষা ব্যবহার করতে শুরু করেছেন। স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের উদ্দেশে বাপ–মা তুলে গালিগালাজ করেছেন। তবে তার জন্য এখনও তিনি ক্ষমা চাননি। আর ঠোঁটকাটা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখে যা আসছে তাই বলছেন। এতে বিতর্ক তৈরি হচ্ছে। বিভিন্ন ইস্যিতে বরাবর চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার পুলিশকে তুলোধনা করে দিলীপ ঘোষ বলে ছিলেন, ‘আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি। দেখে নেব কী করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো। গাড়ি থেকে বের করে কাপড় খুলে নেব। জুতোপেটা করব। দিলীপ ঘোষকে চেনে না এখনও।’
আর আজ, শুক্রবার সেই ভাষাই এখন চরমে পৌঁছেছে। আজ সকালে চ🍒া চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে নানা বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী বলেন, ‘পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক। আমরা আমাদের কাজ করছি। রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এখানে তৃণমূলের কিছু ছোট নেতারা দাপট দেখাবার চেষ্টা করছে। ত্রিশূল থেকে গদা, সব কিন্তু তৈরি আছে। প্রয়োজন মতো ব্যবহার করা হবে। কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে বড় ঘরে পাঠিয়ে দেব!’