সাঁতরে ভারত–বাংলাদেশ আন্তর্জাতﷺিক জলসীমানা পেরিয়ে অসমের করিমগঞ্জ জেলায় ঢুকে পড়ল এক বাংলাদেশের যুবক। পুলিশ সেই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। ২৮ বছরের ওই যুবককে বিএসএফ গ্রেফতার করে শনিবার। এখন ভারতে লোকসভা নির্বাচন চলছে। তাই সমস্ত সীমান্তে কড়া প্রহরা রয়েছে। তবে সাঁতরে এভাবে কেউ এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে পারে তা অনেকে ভাবতেই পারছেন না। এপারে লোকসভা নির্বাচনের মরশুমে চলা🃏য় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে গ্রেফতার হওয়া যুবকের নাম মহম্মদ সাবউদ্দিন। ওই যুবক বাংলাদেশের পীরের চক গ্রামে বসবাস করেন। যা কিনা সিলেট জেলার অন্তর্গত। জাকিগঞ্জ থানার অধীনে এই যুবকের গ্রামটি পড়ে বলে পুলিশ সূত্রে খবর। খুশিয়ারা নদী পেরিয়ে সে অসমে প্রবেশ করে। তবে বিএসএফের নৌকা তখন নদীতে টহল দিচ্ছিল। তাই দেখতে পেয়ে বাংলাদেশের যুবককে গ্রেফতার করে। বিএসএফ প্꧋রাথমিক তদন্ত করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে। উপযুক্ত ꦆআইনে এই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সাঁতরে খুশিয়ারা নদী পেরিয়ে এপারে আসে মহম্মদ সাবউদ্দিন। তবে এটা বেআইনি অনুপ্রবেশ বলেই গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ‘লকেট মানে পালাই’, লোকসভা নির্বাচনের 🎃মরশুমে বিজেপি প্রার্থীর কেন্দ্রে নিখোঁজ পোস্টার
অন্যদিকে করিমগঞ্জ স্টিমারঘাট বর্ডার আউটপোস্ট ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। জেরা মহম্মদ সাবউদ্দিন পুলিশকে জানিয়েছে🃏ন, তিনি সাঁতরে এপারে চলে এসেছেন যেহেতু জলসীমানা বুঝতে পারেননি। এই বিষয়ে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন, ‘আমরা এই যুবককে দফায় দফায়𒁃 জেরা করেছি। যাতে তাঁর সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে কিনা নিশ্চিত হতে। বেআইনি অনুপ্রবেশ করে কেন ভারতে প্রবেশ করলেন তিনি সেটা জানার চেষ্টা করা হয়েছে।’ গতবছর নভেম্বর মাসেও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের জন্য। সে তাঁর মাকে খুঁজতে এখানে এসেছিল।
এছাড়া সীমান্তে এখন কড়া দৃষ্টি রাখা হয়েছে। যাতে ওপার থেকে এপারে কেউ আসতে না পারে। কারণ এখন ভোট–পর্ব চলছে। তবে বিএসএফ সূত্রে খবর, এখানে ৪.৩ কিমি পথ যা আন্তর্জাতিক সীমান্ত, শুরু হচ্ছে করিমগঞ্জ থেকে খালাচেরা অঞ্চল পর্যন্ত কোনও কাঁটাতারের বেড়া নেই। ফলে এখান দিয়ে অনেকে ঢোকার চেষ্টা করে। যদিও জওয়ানর🍃া অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত রক্ষা করে যাচ্ছে। জাতীয় সুরক্ষার স্বার্থে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।