লোকসভা নির্বাচন এখন চলছে। তবে প্রথম দু’দফায় উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফায় মালদা উত্তর–দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ আসনে নির্বাচন রয়েছে। এই আবহে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয় যে অধীর বলছেন যে ‘তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া।’ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসে👍র একাধিক নেতা। ওই আট সেকেন্ডের ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
তৃণমূলের তরফে ওই ভিডিয়ো পোস্ট করে বলা হয়েছে, ‘বিজেপির চোখ–কান হিসাবে কাজ করছে অধীরের কংগ্রেস। তিনি বঙ্গ–বিজেপির হয়ে আওয়াজ তুলছেন। শুনুন বি–টিম কেমন করে প্রকাশ্যে বিজেপির হয়ে ভোট চাইছে। যে দল বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য দেয় না, অধিকার থেকে বঞ্চিত করে তাদের হয়ে গলা ফাটাচ্ছে কংগ্রেস নেতা। একমাত্র বাংলা বিরোধীই বিজেপির প্রচার করতে পারে। ১৩ মে বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকতাܫর জবাব দেবে।’
এমনিতে সিপিএম–কংগ্রেস আসলে এই রাজ্যে বিজেপির মুখ, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কাজ করছে বলে সোচ্চার হয়েছে তৃণমౠূল কংগ্রেস। তাই নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্♊যোপাধ্যায় বলেছিলেন, অধীর চৌধুরী এখানে কংগ্রেসের ব্রাঞ্চ ম্যানেজার। এখন সাঁইবাড়ির রক্তমাখা ভাত খাচ্ছেন।
অন্যদিকে কিছুদিন আগে অধীর চৌধুরীকে দেখা গিয়েছিল, মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে কাস্তে হাতুড়ি তারার উত্তরীয় পরে পাশে হেঁটে যাচ্ছেন। তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয় রাজ্য–রাজনীতিতে। আর সেটাও তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এসেছিল। প্রত্যেকটি নির্বাচনী সভা থেকে বাংলার মুখ্যমন🍃্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সিপিএম–কংগ্রেসের জোট বিজেপিকে সুবিধা পাইয়ে দেও꧅য়ার জন্য করা হয়েছে। ওদের একটি ভোটও দেবেন না।
আরও পড়ুন: ‘আমার নাম ভাঙিয়ে জমির ব্যবসা ൲করার চেষ♏্টা হচ্ছে’, উদয়নের পোস্টে তুমুল আলোড়ন