চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত সমাপ্ত হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোট নিয়ে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করেছে। আর এই আবহে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা আসনকে জয় নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। লোকসভায় নির্বাচনে এবার পারফরম্যান্স যাচাই 🐓করা হবে কলকাতা পুরসভার কাউন্সিলরদের। তাঁরা এলাকার মানুষের সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন এবং তার নিরিখে কতটা ভোটব্যাঙ্ক বাড়ল সেটা যাচাই করা হবে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের গড়। এখানে মালা রায় প্রার্থী। ২০১৯ সালেও ব্যাপক ভোটে জিতে ছিলেন মালা রায়। উত্তর কলকাতায় গতবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হলেও এবার কঠিন পরিস্থিতি। তাই জনপ্রতিনিধিদের কাজকে হাতিয়ার করেই ভোটযুদ্ধে নামছে তৃণমূল কংগ্রেস।
এবার উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। যিনি সুদীপ বিরোধী তো বটেই, তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। আর সেটাই চাপের পরি🧸স্থিতি তৈরি করেছে। তাই জনপ্রতিনিধি হিসাবে মানুষ স্থানীয় কাউন্সিলরদের চাইছেন কিনা তা বুঝে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর গোটা বিষয়টি মনিটরিং করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই কয়েকটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। যা নজরে রাখা হচ্ছে। সুদীপের বিরুদ্ধে তাপসের অভিসন্ধি নস্যাৎ করতেই উত্তর কলকাতাকে বাড়তি জোর দিচ্ছেন ফিরহাদ।
আরও পড়ুন: ‘কুড়মিরা💦 আমাদের সঙ্গে আছে’, শিলদার সভা থেকে হঠাৎ দাবি করে বসলেন শুভেন্দু
২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ২৬টি ওয়ার্ডে এগিয়ে যায় বিজেপি। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অধীন কলকাতা পুরসভার ৫৯টি ওয়ার্ড আছে। তার মধ্যে ২৬টিতে বিজেপি এগিয়ে যায়। এই বিষয়টি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মনে আশঙ্কা তৈরি করেছিল। যদিও একুশের বিধানসভা ও কলকাতা পুরসভার নির্বাচনে সেই ক্ষতে প্রলেপ পড়েছিল। জমি পুনরুদ্ধার হয়েছিল। এমনকী বিজেপিকে ধুয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবু আত্মতুষ্টিতে ভুগতে𒀰 রাজি নয় তৃণমূল কংগ্রেসের নেতারা। বরং দক্ষিণ কলকাতায় সবকটি আসনে লিড রাখতে চায় তৃণমূল কংগ্রেস। আর উত্তর কলকাতা আসন আগের মতোই জিততে চায়।