২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট স্ট্রাইক প্রচারে নিয়ে এসেছিল বিজেপি। আর তা দিয়ে ভোট বৈতরণী পার করা গিয়েছিল। এবার যুদ্ধের ♔মতো পরিস্থিতি আর ঘটেনি। তবে অতীতের যুদ্ধের ফসল এখন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে পাকিস্তান আগে সমস্যা তৈরি করত, বোমা নিক্ষেপ করত এখন সেই পাকিস্তানের হাতে ভিক্ষের বাটি। হরিয়ানা রাজ্যের অম্বা꧃লা লোকসভা কেন্দ্রে প্রচার করতে এসে এমনই কথা বললেন প্রধানমন্ত্রী। শক্তিশালী সরকার থাকলে এমন ধাক্কা খেতে হয় বোঝাতে চাইলেন তিনি।
নিজের সরকারকে শক্তিশালী বোঝাতে চাইলেন জনগণের সামনে। আর এই শক্তিশালী সরকারকেই ভোট দেওয়া উচিত বলে প্রধানম♚ন্ত্রী চাউর করলেন। পাকিস্তানের আর্থিক পরিস্থিতি এখন খারাপ। বিশ্বের বাজারে ঋণ করতে হচ্ছে। এই অবস্থাকে হাতে ভিক্ষের বাটি বলে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী বলেন, ‘পাকিস্তান যারা ৭০ বছর ধরে ভারতকে সমস্যায় ফেলেছে, হাতে বোমা রাখত সবসময় আজ তাদের হাতে ভিক্ষার বাটি রয়েছে। শত্রুদের কাঁপুনি ধরে গিয়েছে যেহেতু অফিসে শক্তিশালী সরকার রয়েছে। প্রতিবেশি দেশ অর্থনৈতিক সমস্যায় রয়েছে। আর ভারতের বৃদ্ধি ঘটেছে। এই শক্তিশালী সরকার ৩৭০ ধারা বাতিল করেছে এবং জম্মু ও কাশ্মীর উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে।’
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়𝓡ের দলকে ভোট দিয়েই প্রয়াত বৃদ্ধা, মৃত্যুর মুখে করলেন ইচ্ছাপূর๊ণ
এদিকে নির্বাচনী প্রচারে ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। এখন দেশে লোকসভা নির্বাচন চল🌠ছে। রাত পোহালেই পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হবে। সেখানে প্রত্যেকবার ইন্ডিয়া জোটকে নিশানা করা প্রধানমন্ত্রীর ভীতির কারণ বলে মনে করছেন বিরোধীরা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, ‘ইন্ডিয়া জোট এবং তাঁদের সদস্যরা চারদিক থেকে হারছে। দেশের চার দফা ভোটে এই অবস্থাই হয়েছে। কংগ্রেস ভারতের সেনাবাহিনীর জন্য দুর্নীতি ছাড়া কিছুই করেনি। বোফর্স হাউৎজার, সাবমেরিন এবং হেলিকপ্টার চুক্তিতে দুর্নীতি হয়েছিল। আমাদ♏ের সেনাদের ভাল বন্দুক পর্যন্ত ছিল না। ষড়যন্ত্র করে মানুষের সম্পদ জিহাদিদের হাতে তুলে দেওয়া হচ্ছে।’
অন্যদিকে নিজেদের সরকারের ফিরিস্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন প্রকল্পের কথা তুলে ধরেন মোদী। আর তা নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আগের কংগ্রেস সরকার ৫০০ কোটি টাকার একটা ব্যবস্থা করেছিল। ওয়🌼ান র্যাঙ্ক ওয়ান পেনশন নিয়ে তা করেছিল। কিন্তু এখন মিথ্যে তথ্য দিচ্ছে যে তারা দাবি পূরণ করেছিল। আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। কৃষকদের জন্য পর্যন্ত নানা ব্যবস্থা ও আইন এনেছি।’