লোকসভা নির্বাচনের মরশুমে বড় খবর হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি 🥃স্টিং অপারেশন। আর তা প্রকাশ্যে আসতেই বেকায়দায় পড়েছে বিজেপি। ভাইরাল হয়েছে সন্দেশখালি নিয়ে স্টিং অপারেশনের ভিডিয়ো। যদিও এই ভিডিয়ো যাইচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। ওই ভিডিয়ো’তে দেখা যাচ্ছে, সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন, সন্দেশখালির মহিলাদের করা অভিযোগ আসলে মিথ্যে এবং সাজানো। টাকা নিয়ে মহিলারা ধর্ষণের অভিযোগ করেছেন। আর এই ভিডিয়ো–কে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতারা দাবি করছেন, ওই ভিডিয়ো ভুয়ো, মিথ্যে। এই বিতর্কের মধ্যেই এবার মু♏খ খুললেন সন্দেশখালি ইস্যুতে অভিযুক্ত শেখ শাহজাহান।
এদিকে আজ, মঙ্গলবার এই স্টিং ভিডিয়ো নিয়ে প্রশ্ন ক꧋রা হয় শেখ শাহজাহানকে। এখন শাহজাহান জেলবন্দি। তাঁকে মঙ্গলবার বসিরহাট আদালতে হাজির করা হয়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিজেপি তো স্টিং ভিཧডিয়ো’কে ফেক বলছে। আপনি কী বলবেন?’ সটান জবাবে শাহজাহান বলেন, ‘ফেক নয়, ওটাই অরিজিনাল।’ আর তখন শাহজাহানের পাশে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখা যায় তাঁর ভাই, জেলবন্দি শেখ আলমগিরকে। প্রিজন ভ্যান থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শাহজাহান। শাহজাহানের বক্তব্য, ‘ওটা ফেক না, ওটা অরিজিনাল।’ সুতরাং শাহজাহান মনে করেন, গঙ্গাধর কয়াল যিনি বিজেপির মণ্ডল সভাপতি তাঁর যে বক্তব্য ভিডিয়ো’তে শোনা যাচ্ছে সেটা সত্যি।
আরও পড়ুন: ‘কুত্তা ভোকে হাজার হাতি চলে বাজা🐭র’, গো–ব্যাক স্লোগান শুনে মেজাজ হারালেন দিলীপ ঘোষ
অন্যদিকে স্টিং অপারেশনের ভিডিয়োয় সন্দেশখালি–২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে। ভিডিয়ো’তে গঙ্গাধর কয়াল জানান, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি। মেয়েদের দিয়ে সবটা সাজিয়ে অভিযোগ করানো হয়েছিল। গঙ্গাধর কয়ালকে ওই✱ ভিডিয়োতে এক মহিলার নাম করতে শোনা যায়। তাঁকে আদালতে গোপন জবানবন্দি দিয়ে সাত মাস আগে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ করতে শিখিয়ে দেওয়া হয়েছিল। তিনি তাই জবানবন্দি দিয়ে ছিলেন। এখানে শুভেন্দু অধিকারীর পরিকল্পনাও শোনা যায়।