আজ, সোমবার শুরু হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। এই আবহে জোর চর্চা চলছে একজন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা নিয়ে। তার জন্য নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছেন। মুখ্যমন্ত্রী কত টাকায় বিক্রি হন? রেট কত? এসব প্রশ্ন তুলেছিলেন তিনি। হ্যাঁ, এই কদর্য ভাষা যিনি ব্যবহার করেছিলেন তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠে যায়। আর তমলুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত সেটা একটা ছবি দেখিয়ে জবাব দেন অভিষেক বন্দ﷽্যোপাধ্যায়। অভিজিৎকে ‘দেশদ্রোহী’ তকমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে। এবার সেই মন্তব্যের নিজস্ব ‘ব্যাখ্যা’ দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বেকায়দায় পড়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরই ভোলবদল করল🌳েন তিনি। অভিজিৎ নির্বাচন কমিশনের খোঁচা খেয়ে বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু বলিনি। বলেছি, চাকরি বিক্রির রেট কত? আমি বলতে চেয়েছি, দুর্নীতি করে চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি কত টাকায় বিক্রি করেছেন? কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কাছে নির্বাচন কমিশন জানতে চেয়েছে, লিখে জানিয়ে দেব। চোরেদের দল বড় বড় কথা বলে। কিন্তু এঁরাই বলেছেন, রেখা পাত্রদের কথা। সন্দেশখালির মহিলাদের নিয়ে টাকার কথা বলেছেন।’ যদিও সেটা স্টিং অপারেশনের ভিডিয়ো’তে বলতে শোনা গিয়েছিল♋ বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে।
আরও পড়ুন: ‘ব𓂃্র্যান্ড মোদী অপরাজেয় নয়’, পঞ্চম দ🔯ফার আগে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন প্রশান্ত কিশোর
সন্দেশখালি ইস্যু বিজেপির কাছে ব্যুমেরাং হয়ে যায় পর পর দুটি স্টিং অপারেশনের ভিডিয়ো সামনে আসতেই। যদিও এই ভিডিয়ো🍨 দুটি যাচাই করেনি হিন্দুস্🥂তান টাইমস বাংলা ডিজিটাল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথায় আক্রমণের জেরে এবার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পাল্টা নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই ইস্যুতে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ‘আমি বলছি সমস্ত মহিলার উচিত ওঁকে ঝাঁটা দিয়ে পেটানো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওই মন্তব্য করার সাহস হয় কীভাবে?’