লোকসভা নির্বাচনের মরশুমে নানা পদক্ষেপ করতে দেখা যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলিকে। কেউ প্যারোডি আনছে, কেউ হেল্পলাইন নম্বর নিয়ে আসছে। আবার তার সঙ্গে রয়েছে নানা প্রতিশ্রুতি। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী এই চেনা ছকে হাঁটেননি। বরং মানুষের কাজ যাতে তাঁদের উপকার হয় সেই পথেই হাঁটলেন। হ্যাঁ, দেব ওরফে দীপক অধিকারী যেমন ঘাটাল মাস্টারপ্ল্যানকে বাস্তবায়িত করার কাজ করেছেন তেমনই মানুষের স্বার্থে বড় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েই রক্ত🥃দান শিবিরে গিয়ে রক্ত দান করে নজির গড়লেন দেব।
এই ঘটনার মধ্যে দিয়ে দেব বুঝিয়ে দিলেন, মানুষের প্রয়োজনে তিনি রক্তও দিতে পারেন। এখন গরম পড়েছে। তাই রক্তের চাহিদা বাড়তে পারে। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর উদ্যোগে আজ দলপতিপুরের স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদান করে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। আর এই রক্তদান করে দেব বলেন, ‘মানুষের স্বার্থে আগেও কাজ করেছি। এবারও করব। তাই রক্ত দিতেও কার্পণ্য করিনি। যেভাবে দিন দিন গরম বাড়▨ছে তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো খুব দরকার।’
আরও পড়ুন: ‘এক ফোনে দিদিভাই’ নয়া কর্মসূচি আনলেন অগ্নিমিত্রা, মেদিনীপুরে চালু 𒀰হচ্ছে উদ্যোগ
গাছ লাগানোর পরিকল্পনা কেমন দেবের? এই প্রশ্নের উত্তরও জানতে চান বাংলার মানুষ। আজ রক্তদান শিবির থেকেই দেব এই বিষয়ে একটি পরিকল্পনা আলোকপাত করেন। তাঁর শপথ, ‘এই লোকসভা নির্বাচনে আমার জয় হোক বা না হোক যতগুলি আসন তৃণমূল কংগ্রেস পাবে ততগুলি গাছ ঘাটাল লোকসভায় জুড়ে লাগাব। বিরোধীদেরও এই কাজে আহ্বান করছি।ܫ মানুষকে গরম থেকে বাঁচতে হলে গাছ লাগাতে হবে। আর সেটাই আমি করব।’
তবে দেবের ডাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচার চালালেন কাঞ্চন মল্লিক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। দেবের জন্যই তা সম্ভব হয়েছে। তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থে𓄧কে নামিয়ে দিয়ে ছিলেন কাঞ্চন মল্লিককে। তা নিয়ে বেশ চর্চা হয় রাজ্য–রাজনীতিতে। তারপর দেবের এই সৌজন্য বেশ তাৎপর্যপূর্ণ। আসলে কাঞ্চন মল্লিকের বিয়ের পরই নানা সমালোচনা শুরু হয়। কাঞ্চন আজ তাঁর ও দেবের প্রচারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর কাঞ্চন ক্যাপশনে লেখেন, ‘ঘাটাল লোকসভা কেন্দ্রে সাংসদ হিসাবে দেবের হ্যাটট্রিক কামনা করি।’ দেব সাংবাদিকদের বলেন, ‘আমি গোটা ঘটনা টিভিতে দেখেছি। সবটা ঠিক হয়নি। আমার মনে হয়,কাঞ্চন মল্লিক আমার প্রচারে থাকলে, আমার ভোট বাড়বে।’