আজ, সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলাকালীন বড় খবর সামনে🍌 এল। তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় আবার ফিরলেন কুণাল ঘোষ। মাঝে দলের সঙ্গে মনোমালিন্যে তারা খসে পড়েছিল। এখন সেসব মিটে যাওয়ায় তারকা প্রচ♏ারক হয়ে উঠলেন। লোকসভা নির্বাচনে সপ্তম দফা ভোটের ক্ষেত্রে সোমবার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম রয়েছে কুণালের। তারকা প্রচারকের তালিকায় প্রত্যাবর্তন কি মধুরেণ সমাপয়েতের ফল? উঠছে প্রশ্ন।
এদিকে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে ‘অপসারণ’ করা হয়েছিল তাঁকে কদিন আগে। তা নিয়ে জলঘোলাও হয়। তারপর আবার গুরুদায়িত্বে কুণাল ঘোষ। তৃণমূল সুপ্রিমো মমতা ব♑ন্দ্যোপাধ্যায়, সেকেন্ড–ইন–কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মোট ৪০ জন তারকা প্রচারকের নাম প্রকাশ হয়েছে। সপ্তম দফার জন্য তারকা প্রচারকদের তালিকায় আছেন কুণাল ঘোষ। তালিকার ৩৫ নম্বর নাম আছে কুণালের। পঞ্চম ও ষষ্ঠ দফার তালিকায় নাম ছিল না তাঁর। এবার ভোট সপ্তমীতে পুনর্বহাল হলেন কুণাল ঘোষ। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের চিঠি যা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে সেখানে সই রয়েছে ‘কুইজ মাস্টার’ ডেরেক ও’ব্রায়েনেরই।
আরও পড়ুন: ‘আমরা নির্বাচন কমিশনের কাছে রি–পোলের দা🍌বি ꦡকরব’, অধীরের কণ্ঠে হতাশার সুর
অন্যদিকে আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার নির্বাচন হবে। তার ঠিক আগে ওই দফার তারকা প্রচারকের তালিকা আজ, সোমবার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তাতে মোট ৪০ জনের নাম আছে। সেখানেই জ্বলজ্বল করছে কুণাল ঘোষের নামও। যেখানে কদিন আগে উত্তর কলকাতার একটা রক্তদান শিবিরে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের পক্ষে সওয়াল করেছিলেন। তারপরই দলের রোষানলে পড়েন। তখন অপসারণের চিঠি পান। যার পরই ডেরেক ও’ব্রায়েনকে কꦓুইজ মাস🐬্টার বলে খোঁচা দেন। তার পর ব্রাত্য বসুর মধ্যস্থতায় কুণাল–ডেরেক বৈঠক হয়। ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে সেই বৈঠকের পর থেকেই বরফ গলে জল হয়। ফিরে আসেন কুণাল।
এই বৈঠকের পর কুণাল ঘোষ গান গেয়েছিলেন, আহা কি আনন্দ আকাশে–বাতাসে। আর এই তালিকায় নাম থাকার পর সাংবাদিকদের কুণাল ঘোষ বলেন, ‘আ🍌মি দলের সৈনিক। দল যখন যে🀅খানে যে কাজ দেবে, আমি সেই কাজ করতে প্রস্তুত।’ সপ্তম দফায় বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে। হাইভোল্টেজ ডায়মন্ডহারবার থেকে শুরু করে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর–সহ মোট আটটি আসনে ভোট হবে। তার আগে কুণালের প্রত্যাবর্তন বেশ তাৎপর্যপূর্ণ।