আজ দেশের ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ হল। এর মধ্যে রয়েছে বাংলা, বি♋হার, ওড়িশা, মহারাষ্ট্রের মতো রাজ্য। আজ উত্তরপ্রদেশেরও বেশ কয়েকটি আসনে ভোট। এছাড়া আজ উপত্যকার একটি আসনে ভোটগ্রহণ হল। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের সুর একেবারে ‘পঞ্চমে’ উঠল। পঞ্চম দফায় রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েলদের মতো হেভিওয়েট প্রার্থীরা ভোট পরীক্ষায় বসবেন। দিনের ভোট পড়ল ৫৭ শতাংশের সামান্য বেশি। সবথেকে বেশি ৭৩ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। বারামুল্লায় ৩৯ বছরে সর্বাধিক ভোট পড়েছে। ভোটদানের হার ৫৪.৫৭ শতাংশ।
বারামুল্লার কাশ্মীরি পণ্ডিত ভোটারদের জন্য বিশেষ বুথ
সুনীল নামক একজন ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিত ভোট দিয়ে বলেন, ‘১৯৯০ সাল থেকে আমাদের ভোটের কোনও লাভ হয়নি। কিন্তু আজ মনে হচ্ছে আমাদের ভোটের কোনও মূল্য আছে। আমরা যেভাবে ৩৪ বছর নির্বাসিত ভাবে জীবনযাপন করেছি, তাতে মনে হচ্ছে আমাদের ভোট সেই নির্বাসনের সমাধানে একটি অবদান... আমরা আশ✃া করি আমাদের পরবর্তী ভোট আমাদের নিজেদের জায়গাতেই হবে। কাশ্মীরি পন্ডিতদের পাশ কাটিয়ে যাওয়া উচিত নয়।’ উল্লেখ্য, বারামুল্লা লোকসভার কাশ্মীরি পণ্ডিত ভোটারদের জন্য একটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।
দেশ জুড়ে ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৫৩ শতাংশ
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত দেশের ৪৯ আসনে ভোট পড়ল ৪৭.৫৩ শতাংশ। এদিকে বাংলায় দুপুর তিন পর্যন্ত ভোট পﷺড়েছে ৬২.৭২ শতাংশ। এছাড়াও বিহারে ৪৫.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৯ শাতংশ, ঝাড়খণ্ডে ৫৩.৯ শতাংশ, লাদাখে ৬১.২৬ শতাংশ, ওড়িশায় ৪৮.৯৫ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৪৭.৫৫ শতাংশ।
৩টে পর্যন্ত মহারাষ্ট্রে মাত্র ৩৮.৭৭ শতাংশ ভোট পড়েছে
দুপুর ৩টে পর্যন্ত মহারাষ্ট্রের ১৩টি লোকসভা কেন্দ্রে ভোটের হার মাত্র ৩৮.৭৭ 🌌শতাংশ। আজ মুম্বই মহানগরী এবং শহরতলির সবকটি আসনে ভোটগ্রহণ হচ্ছে।
প্রাক্তন স্ত্রীর সঙ্গে ভোটাধিকার প্রয়োগ আমিরের
প্রাক্তন স্ত্রী কিরণের 🍸সঙ্গে মুম্বইতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা আমির খান।
ভোট দিলেন রণবীর
লাইনে দাঁড়িয়ে মুম্বইতে নিজ🌱ের ভোটাধিকা❀র প্রয়োগ করলেন অভিনেতা রণবীর কপুর।
ভোট দিলেন শাহরুখ খান ও তাঁর পরিবার
অভিনেতা শাহরুখ খান তাঁর গোটা পরিবারের সাথে মুম্বই⛎য়ের একটি ভোট কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেতে পৌঁছেছেন।
‘গত ১০ বছর যেমন ছিল…’, ভোট দিয়ে স্থিতিশীলতার পক্ষে সওয়াল প্রাক্তন HDFC কর্তার
ভোট দেওয়ার পরে প্রাক্তন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ বলেন, ‘আমি পোলিং আধিকারিকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন ভোট পড়ছে। তিনি বলেছিলেন যে দক্ষিণ মুম্বইতে ভোটের হার কম। অবশ্য ভোটদানের প্রক্রিয়াটিও খুব ধীর গতিতে চলছে। আমার চেনা অনেকেই প্রায় ১ ঘণ্টা এই গরমে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন। তবে সরকারে স্থিতিশীলতা প্রয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚোজন। যা আমরা গত দশ বছর ধরে করছি।’
ভোট দিলেন করিনা
মু𒀰ম্বইয়ের এক♑ ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা করিনা কপুর।
পরিবারের সঙ্গে ভোট দিলেন আথিয়া শেঠি
অভিনেতা তথা ক্রিকেটার কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি তাঁর পরিবারের ❀সাথে মুম্বইয়ের একᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚটি ভোট কেন্দ্রে ভোট দিলেন আজ।
মেয়ে অনন্যাকে নিয়ে ভোট দিলেন চাঙ্কি পান্ডে
অভিনেতা চাঙ্ক🐷ি পান্ডে এবং তাঁর মেয়ে অনন্যা পান্ডে তাঁদের ভোট দিতে মুম্বইয়ের একটি ভোট কেন্দ্রে পৌ﷽ঁছে যান।
ভোট দিলেন ভূমি, গুলশান
অভিনেতা গুলশান গ্রোভার এবং ভূমি পেডনেকার মুম্বাইয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে তাদের আঙুলের ডগায় লাগানো কালি♛ দেখান ক্যামেরায়।
ইভিএমে মালা পরিয়ে গ্রেফতার নির্দল প্রার্থী হওয়া 'মহারাজ'
ইভিএমে মালা পরিয়ে গ্রেফতার হলেন মহার༒াষ্ট্রের নাসিকে নির্দল প্রার্থী শান্তিগিরি মহারাজ। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে ত্রিম্বকেশ্বর থানায় একটি এফআইআর নথিভ🔴ুক্ত করা হয়।
ডোমজুড়ে বুথের বাইরে জমায়েত
শ্রীরামপুর লোকসভার অধীনে থাকা হাওড়ার ডোমজুড়ের বাঁকরা হাই ইসলামিয়া হাই স্কুলের বুথেরღ সামনে জমায়েতের অভিযোগ ওঠে। পরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। কেন্দ্রীয় বাহিনী জমায়েত সরিয়ে দেয় বুথের সামনে থেকে।
ভোটের হারে বাংলাকে পিছনে ফেলল লাদাখ
আটটি রাজ্য💫 এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভোটের হারে বাংলাকে পিছনে ফেলল লাদাখ। দুপুর ১টা পর্যন্ত লাদাখে ভোট পড়েছে ৫২.০২ শতাংশ। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৪৮.৪১ শতাংশ। ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৪১.৮১ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৯.৫৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৩৪.৭৯ শতাংশ, বিহারে ৩৪.৬২ শতাংশ, ওড়িশা ৩৫.৩১ শতাংশ।🅠 সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে ২৭.৭৮ শতাংশ।
রায়বরেলির বুথে অশান্তি, কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী
রায়বরেলীতে অশান্তি ছড়ানোর অভিযোগ বিজেপি প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, তাদের দলের এজেন্টের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নেন বিজেপি প্রার্থীর ভাই। এই ঘটনাকে কেন্দ্র ꦍকরে অশান্তি হয়। এদিকে আজ সকালে হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর থেকে সারা দিন রায়বরেলীর বিভিন্ন প্রান𓂃্তে ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী।
ভোট দিলেন সচিন, ছেলে অর্জুন
ছে♎লে অর্জুনকে নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর সোমবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।
ভোটের হারে শীর্ষে বাংলা
সকাল ১১টা পর্যন্ত দেশের ৪৯ আসনে গড় ভোটদানের হার ২৩.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এ🙈 রাজ্যে ভোটদানের হার ৩২.৭ শতাংশ। তার পরেই আছে লাদাখ - ২৭.৮৭ শতাংশ। ভোটদানের হারে তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ - ২৭.৭৬ শতাংশ। এ ছাড়াও ঝাড়খণ্ডে ভোট পড়েছে ২৬.১৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২১.৩৭ শতাংশ, বিহারে ২১.ꦰ১১ শতাংশ, ওড়িশায় ২১.০৭ শতাংশ এবং মহারাষ্ট্রে ১৫.৯৩ শতাংশ।
রায়বরেলিতে যাচ্ছেন রাহুল গান্ধী
আজ রায়বরেলিতে ভ🔴োট। এই আবহে সেখানে যাচ্ছেন রাহুল গান্ধী। তিনি কিছু আগে লখনউ বিমানবন্দরে নামলেন কংগ্রেস নেতা।
রাস্তা, রেল পরিষেবার দাবিতে উত্তরপ্রদেশের কৌশাম্ভীতে ভোট বয়কট
ভোট বয়কটের ডাক দিলেন উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা কেন্দ্রের হিসামপুর মাধো গ্রামের প্র𒉰ায় ১৭০০ ভোটার। রাস্তা, রেল পরিষেবার দাবিতে এই ভোট বয়কট।
'ভোট না দেওয়া নাগরিকদের কাঁধে অতিরিক্ত করের বোঝা চাপানো হোক'
লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট দিয়ে বলিউড অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল বললেন, ‘যারা ভোট দেন না, তাদের জন্য কোনও নিয়ম হওয়া উচিত যেমন অতিরিক্ত কর বা অন্য কোনও শা༒স্তি।’
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.২৮ শতাংশ
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.২৮ শতাংশ। এরমধ্যে বিহারে ভোট পড়েছে ৮.৮৬ শতাংশ, জম্মু-কাশ্মীরে ভোট পড়েছে ৭.৬৩ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ১১.৬৮ শতাংশ, লাদাখে ১০.৫১ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৩৩ শতাংশ, ওড়িশায় ৬.৮৭ শতাংশ, পশ্চিমবঙ্গে ১৫.৩৫ শত🐈াংশ ভোট পড়েছে।
বিজেপি প্রার্থীকে ৮বার ভোট দেওয়ার অভিযোগ ভোটারের বিরুদ্ধে
উত্তরপ্রদেশে এক ভোটার পরপর আটবার ব▨িজেপি প্রার্থী মুকেশ রাজপুতের জন্য ইভি🉐এমে ভোট করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে কংগ্রেস। সমাজবাদী পার্টিও এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে সুর চড়িয়েছে।
ভোট দিলেন ফারহান-জোয়া আখতার
ভোট দিলেন বলিউড অভিনেতা ফারহান আখ෴তার এবং তাঁর দিনি তথা পরিচালক জোয়া আখতার।
ভোট দিলেন পীযূষ গোয়েল
ভোট দিলে🌄ন মুম্বই উত্তরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এই দফার প্রার্থীদের মধ্যে পীযূষ তৃতীয় সর্বাধিক ধনী। তাঁর সম্পত্෴তির পরিমাণ প্রায় ১১১ কোটি টাকা।
মহিলা এবং তরুণদের ভোটাধিকার প্রয়োগের আবেদন মোদীর
ভোটারদের উদ্দেশে আজ সকাল সকাল সোশ্যাল✅ মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘আজ আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনের যে সব কেন্দ্রে ভোট হচ্ছে🍸, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য আর্জি জানাচ্ছি সকলকে। বিশেষ করে মহিলা এবং তরুণদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।’
কাশ্মীরের বারামুল্লায় সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে আজ ভোটে লড়াই করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তাঁর বিরুদ্ধে পিপলস কনফারেন্সের টিকিটে লড়ছেন সাজাদ লোন। পিডিপির টিকিট পে𓆉য়েছেন মীর মহম্মদ ফয়াজ।
‘শক্তিশালী ভারতের জন্য ভোট দিয়েছি’, বললেন অক্ষয়
ভোট দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার ভারত উন্নত ও শক্তিশালী হোক। আমি সেই কথা মাথায় রেখেই ভোট দিয়েছি। সবারই ꦍউচি♛ত, তারা যাদের সঠিক মনে করছে, তাদের ভোট দেওয়া...আমি মনে করি এই দফায় ভোটারদের ভোটদানের হার ভালো হবে…’
উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তা মায়াবতীর
ভোট দিলেন উত্তরপ্রদেশে🐻র প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয় বিএসপি প্রধান মায়াবতী বলেন, ‘আমি সবাইকে বাইরে এসে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি... আমি সমস্ত রাজনৈতিক দলকে উন্নয়ন এবং জনগণের কল্যাণের বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করছি৷ তা বিজেপি হোক বা কংগ্রেস, সব দলই বলে যে তারা সরকার গঠন করছে। কিন্তু ফলাফল ঘোষণা হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে…’
ভোটের দিন ছেলের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন ব্রিজভূষণ…
বিজেপি নেতা তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ ছেলের প্রার্থী হওয়া নিয়ে বললেন, ‘করণ প্রার্থী হওয়ায় সবাই খুশি। সে গোনা অঞ্চলের সঙ্গে যুক্ত থাকে। সে জাতীয় পর্যায়ের 🐟খেলোয়াড়। তাই সে খেলাধুলোতে অনেক আগ্রহী।’
ভোট দিলেন অনিম অম্বানি
শিল্পপতি অনিল অম্বানি সাত সকালে ভোট দিলেন আজ। পঞ্চম দফায় মুম🌠্বই মহানগরী এবং শহরতলির সব আসনেই ভোটগ্রহণ হবে। এর জন্যে আজ বন্ধ থাকবে শেয়ার বাজার।
‘রাহুল বলেন - রায়বরেলির মতো ফল হবে আমেঠিতে’
আমেঠি লোকসꦡভা থেকে কংগ্রেস প্রার্থী কে এল শর্মা 🅠ভোটের দিন সকাল সকাল বললেন, '... জনগণের মনে যা আছে, তারা সেই অনুযায়ী ভোট দেবে... মানুষ যখন লড়াই শুরু করে, তখন আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না... তাদের মূল্যস্ফীতি, বেকারত্ব এবং পরিকাঠামো নিয়ে কথা বলা দরকার... আমরা ইতিবাচকভাবে নির্বাচন লড়েছি... আগেরদিন রাহুল গান্ধী আমাকে আশ্বাস দিয়েছেন, এখানে রায়বেরেলির মতো ফলাফল হবে। এটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।'
নজরে লখনউ এবং 'অযোধ্যা'
সমাজবাদী পার্টির প্রার্থী ত🎃থা লখনউ সেন্ট্রালের বিধায়ক রবিদাস মেহরোত্রার বিরুদ্ধে লখনউ লোকসভা আসন থেকে লড়ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে অযোধ্যার রাম💃মন্দির যে লোকসভা এলাকায় পড়ে, সেটা হল ফৈজাবাদ। সেখানে বিজেপির প্রার্থী হলেন লাল্লু সিং। সমাজবাদী পার্টির টিকিটে সেখান থেকে লড়ছেন আওয়াধেশ প্রসাদ।
নজরে উপত্যকার বারামুল্লা
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে আজ ভোটে লড়াই করছেন জম্𒁏মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তাঁর বিরুদ্ধে পিপলস কনফারেন্সের টিকিটে লড়ছেন সাজাদ লোন। পিডিপির টিকিট পেয়েছেন মীর মহম্মদ ফয়াজ।
নজরে রায়বরেলি-আমেঠি
মায়ের রায়বরেলি আসন থেকে আজ লড়ছেন রাহুল গান্ধী। সেখানে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ে🐷র বিরুদ্ধে লড়ছেন। ওদিকে তিন দশকের কংগ্রেসের ﷽গড় আমেঠিতে বিজেপির টিকিটে লড়াই করছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসের টিকিটে সেখানে লড়ছেন সোনিয়া গান্ধীর আপ্তসহায়ক কিশোরীলাল শর্মা।
পঞ্চম দফার হেভিওয়েট প্রার্থী
আজ লখনউ থেকে লড়বেন রাজনাথ সিং। রাহুল গান্ধী লড়বেন রায়বরেলি ♔থেকে। স্মৃতি ইরানি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পীযূষ গোয়েল মুম্বই উত্তর থেকে লড়বেন। উজ্জ্বল নিকম লড়বেন মুম্বই উত্তর-মধ্য থেকে। এদিকে চিরাগ পাসওয়ান লড়বেন বিহারের হাজিপুর থেকে। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে করণভূষণ শরণ সিং লড়বেন কৈসারগঞ্জ থেকে। ওমর আবদুল্লা লড়বেন উপত্যকার বারামুল্লা আসন থেকে। সাজাদ লোন সেখানে (বারামুল্লা) প্রতিদ্বন্দ্বিতা করবেন ওমরের বিরুদ্ধে। এদিকে রোহিণী আচার্য সারান থেকে লড়বেন। বাংলায় হুগলি আসনে মুখোমুখি বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়।
আজ মুম্বই এবং তৎসংলগ্ন এলাকার সবকটি আসনেই ভোট
মহা👍রাষ্ট্রের দিন্দোরি, নাসিক, পালঘর, ধুলে, ভিওয়ান্দি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য এবং মুম্বই দক্ষিণে ভোট হবে আজ। এছাড়া বিহারের মধুবনী, মুজফ্ফপুর, সারান, হাজিপুর এবং সীতামাঢ়ি ভোট হবে। ঝাড়খণ্ডের ছাতরা, কোডার্মা এবং হাজারিবাগ আসনে হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ওড়িশার সুন্দরগড়🤡, বোলাঙ্গির, কান্ধামাল, আসকা এবং বারগড়ে।
কোন কোন উল্লেখযোগ্য আসনে আজ ভোট?
আজ পশ্চিমবঙ্গে ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এবং বনগাঁয় ভোটগ্রহণ হবে। উত্তরপ্রদেশে ঝাঁসি, হামিরপুর, মোহনলালগঞ্জ, কৈসারগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, বান্দা, ফতেপুর, কৌশাম্বি, ফৈজাবাদ, গোন্ডা, বারাবাঁকি এবং জালাউন আসনে ভোট হবে সোমবার। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা 🦹এবং লাদাখের লাদাখ আসনে ভোট হবে।
আজ কোথায় কোথায় ভোট?
আজ দেশের ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিতไ অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। আজ মহারাষ্ট্রের ১৩টি (মুম্বই এলাকার সবকটি আসনে আজ ভোট), উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের পাঁচটি, ওড়িশার ৫টি, ঝাড়খণ্ডের ৩টি, জম্মু ও কাশ্মীরের এবং লাদাখের একটি করে আসনে ভোট হবে।