লোকসভা নির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ঘাসফুল ঝড় অব্যাহত বাংলায়। বিজেপির জায়গা যে বাংলা নয় তা বারবার প্রমাণ হয়েছে। একুশের বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন প্রমাণ করেছে বাংলার মানুষ দিদির গ্যারেন্টিতেই ভরসা রাখছেন। এখানে মোদীর গ্যারেন্টি বা ম্যাজিক কোনওটিই কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দীতে🧸 বাংলায় বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। আর এই আবহে দেখা গেল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশে এবং বাংলায় লক্ষাধিক মানুষ কোনও রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দেননি। দেশের নিরিখে সেই সংখ্যা ৬২ লক্ষের বেশি। আর বাংলার ক্ষেত্রে সেটা পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে বিজেপি ৩৬.৬৭ শতাংশ ভোট এবং বাংলায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৫.৭৮ শতাংশ ভোট। রাত ৮টা পর্যন্ত এই হিসেব মিলেছে নির্বাচন কমিশন থেকে। পরে শতাংশের 🧸হার সামান্য বদল হতে পারে। আগেও কয়েকটি নির্বাচনে ‘নান অব দ্য অ্যাবভ’ (নোটা) বোতাম ভেলকি দেখিয়েছে। এবারের লোকসভা নির্বাচনে বাংলায় মোট যত ভোট পড়েছে তার মধ্যে পাঁচ লক্ষের বেশি ভোট পেয়েছে নোটা। ‘নোটা’ বোতামে ভোট দিয়েছেন ৫ লক্ষ ১৪ হাজার ৬২৯ জন ভোটার। যা হচ্ছে শতাংশের হিসাবে ০.৮৭ শতাংশ।
আরও পড়ুন: ‘চক্রান্ত এবং কাঠিবাজি র🎶াজনীতির অঙ্গ’, হেরে গিয়ে দলের বির𓄧ুদ্ধে বিস্ফোরক দিলীপ
এদিকে এই পাঁচ লক্ষ ভোট নোটা বোতামে না পড়ে যদি বাম–কংগ্রেসে পড়ত তাহলে তাদের ফল ভাল হতো। কিন্তু মনে রাখতে হবে এই বিপুল পরিমাণ ভোট বাম–কংগ্♑রেসও পায়নি। অর্থাৎ বাংলায় যাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেননি তাঁরা বাম–কংগ্রেস ও বিজেপিকেও দেয়নি। সুতরাং এখানে প্রার্থী এবং সব রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়েছে বিপুল মানুষের ভোট। এখানে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলা♈র ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ‘নোটা’ বোতামে ভোট পড়েছে বাঁকুড়ায় ২৬ হাজার ২০৯টি। সর্বনিম্ন মালদা দক্ষিণে ২৭৯৭টি।
অন্যদিকে দেশের নিরিখে দেখা যাচ্ছে, নোটা বোতামে ভোট পড়েছে ৬২ লক্ষ ৯২ হাজার ৬১৪ জন ভোটার। শতাংশের হিসাব দাঁড়াচ্ছে ০.৯৯ শতাংশ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একক পেয়েছে মোট ভোটের ৪৫.৭৮ শতাংশ ভোট। সংখ্যার হিসাবে য😼া ২ কোটি ৭১ লক্ষ ৯৪ হাজার ৪৪১। বিজেপির দখলে গিয়েছে ৩৮.৭১ শতাংশ ভোট। অর্থাৎ ২ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার ৬০৯টি ভোট। সুতরাং বাংলার শাসক–বিরোধী দলের মধ্যে ভোটের ব্যবধান প♛্রায় ৪১.৯৮ লক্ষ ভোট। ৫.৬১ শতাংশ ভোট পেয়েছে সিপিএম। যার অর্থ ৩৩ লক্ষ ৩১ হাজার ৮৬২ ভোট পেয়েছে সিপিএম। কংগ্রেসের ক্ষেত্রে পড়েছে ৪.৭২ শতাংশ ভোট। অর্থাৎ ২৮ লক্ষ ৬ হাজার ৫১৭ ভোট। অন্যান্যদের পক্ষে গিয়েছে ৩.৪৭ শতাংশ ভোট। যার অর্থ ২০ লক্ষ ৫৮ হাজার ৮৩৯ ভোট।