কেউ খুইয়েছেন মোবাইল, কেউ টাকা। যোগীগড়ে মিরাটে চলছিল পর্দার রাম অরুণ গো🦄ভিলের রোড শো। সেই কেন্দ্রে ২০২৪ লোকসভা ভোটে বিজেপির প্রার্থী অরুণ গোভিল। আর তাঁর সদ্য এক রোড শোতে পর পর পকেটমারির ঘটনা ঘটে যায়꧒ বলে অভিযোগ। সেখানে উত্তর প্রদেশের বিজেপির পশ্চিম প্রান্তের অলোক সিসোদিয়ার মোবাইল যেমন চুর গিয়েছে, তেমনই এক ব্যবসায়ীর পকেট থেকে ৩৬ হাজার টাকা গিয়েছে হাপিশ হয়ে রোড শোএর ভিড়ে।
ব্যবসায়ী কুলভূষণ জানাচ্ছেন তাঁর অভজ্ঞতা। এক সংবাদমাধ্য়মকে দেওয়া তাঁর সাক্ষাৎꦡকারে কুলভূষণ বলছেন, ‘আমি আমার দোকানে বসেছিলাম। আমি দেখলাম অরুণ গোভিলের কনভয়। আমি আমার হাত তুললাম আর জপ করলাম জয় শ্রীরাম। সেখানে বিশাল ভিড় ছিল। আমি পিছন ফিরতেই আমার পকেটে হাতরাচ্ছিলাম, সেখানে টাকা ছিল না। আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। আমি ৩৬ হাজার টাকা খুইয়েছি।’ শুধু কুলভূষণের মতো ব্যবসায়ীরাই নন, সাধারণ ব্যক্তি থেকে বিজেপি নেতাদেরও পকেট মার হয়েছে মেরঠের ওই রোড শোতে। এদিকে, রোড শো ঘিরে ভিড় কম ছিল না। সেখানে ছিলেন পর্দার ‘রাম’ অরুণ গোভিল। তাঁর সঙ্গে ছিলেন পর্দার সীতা দীপিকা চিখালিয়া, ছিলেন ওই সিরিয়ালের লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করা সুনীল লাহিরি। উল্লেখ্য, ৯০ এর দশকে দূরদর্শনের অন্যতম হিট সিরিয়াল 'রামায়ণ' এ রামের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অরুণ গোভিলকে। আর তাঁকেই মেরঠ কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। কিছুদিন আগে, অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও ওই তিন তারকাকে দেখা গিয়েছে। তুমুল জনপ্রিয় এই ৩ তারকার সদ্য হওয়া মেরঠের রোড শো ঘিরে বহু মানুষের ঢল নেমেছিল। সেখানেই ঘটে চুরির ঘটনা।
এদিকে, জানা গিয়েছে, মেরঠের ঘটনায় পুলিশ এপর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, তারা দিল্লির বাসিꦍন্দা। এছাড়াও চুরি যাওয়া মোবাইলও উদ্ধার হয়েছে বলে খবর। দিল্লির নম্বরওয়ালা একটি গাড়িও বাজেয়ান্ত করেছে পুলিশ। উল্লেখ্য, আগামী দ্বিতীয়🔯 দফার ভোটে উত্তরপ্রদেশের মেরঠে হতে চলেছে ভোট। সেখানে ২৬ এপ্রিল রয়েছে ভোট পর্ব।