নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন বলে। আজ, শুক্রবার সেই শোকজের জবাব দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবি, সেদিন তিনি যা বলেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। গোটা বক্তব্য না দেখিয়ে, কেবল একটি অংশ তুলে এনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কাউকে হেনস্তা করার কোনওরকম উদ্দেশ্য তাঁর ছিল না। ব⛎র্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থীর জবাব নির্বাচন কমিশনের কলকাতা অফিস থেকে নয়াদিল্লির সদর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের জবাবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় না কি সেটা যেমন দেখার বিষয় তেমন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাও নজর রাখার ব্যাপার।
এদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের (হিরণ) জবাব কাছাকাছি একই রকম। ইমেল করে নির্বাচন কমিশনের কাছে যে উত্তর পাঠিয়েছেন হিরণ সꦺেখানে তিনি লিখেছেন🃏, প্রায় ২৫ মিনিট ধরে অফিসারের সঙ্গে তাঁর কথোপকথন হয়। কখনও তাঁর সম্মানহানি তিনি করেননি। কয়েকটি সংবাদমাধ্যম শুধু একটা ছোট্ট অংশ দেখানো হচ্ছে। তবে এতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার পরেই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠোকে তৃণমূল কংগ্রেস। এমনকী ওই আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষের নিজের দল বিজেপি তাঁকে শোকজ করে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমি🅠শন
অন্যদিকে বর্ধমান–দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেদিন বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে বলছেন, আমি তোমাদের মেয়ে। আবার ত্রিপুরায় গিয়েও বলছেন আম🍸ি তোমাদের মেয়ে। আগে নিজের বাপ তো ঠিক করুন।’ এই মন্তব্যই গোটা দেশে আলোড়ন ফেলে দেয়। তাই বিজেপি বাধ্য হয় দলীয় প্রার্থীকে শোকজ করতে। কিন্তু তাতে বিতর্ক থামেনি। নির্বাচন কমিশন শোকজ করে। যার জবাব আজ দিয়েছেন দিল🦂ীপ ঘোষ। আজ বিকেল ৫টার মধ্যে তাঁকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাই আজ নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে দিলীপ লেখেন, ‘কাউকে ব্যক্তিগতভাবে হেনস্তা করার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেননি।’
এছাড়া দিলীপ ঘোষের নামে এক সাধারণ গৃহবধূ দুর্গাপুর থানায় এফআইআর দায়ের করেন। বাংলার মুখ্যমন্ত্রীকে এমন ভাষায় আক্রমণ করা রাজ্যের নারীদের অপমান করার সমান। হিরণকে দেখা যায়, এক বিডিও’র অফিসে ঢুকে তাঁকে ধমক দিচ্ছেন। হিরণের সেই ভিডিয়ো প্রকাশ্যে চলে আসে। জমা পড়ে নালিশ নির্বাচন কমিඣশনে। শোকজের জবাব তিনিও দিয়েছেন। তবে দিলীপ ঘোষ নিজের অবস্থানে অনড়। তিনি নির্বাচন কমিশনকেও মেশোমশাই বলে সম্বোধন করেছেন।