দুটি আলাদা করে পুস্তক প্রকাশ করা হল। লোকসভা নির্বাচনে ভোটারদের জন্য নির্দেশিকা তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি⛦ ভোটেরদের পাশাপাশি যাঁরা শারীরিকভাবে অক্ষম আছেন তাঁদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে কলার বুকলেট। যার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল। লোকসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোয়নপত্র জমার কাজ শেষ হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার মনোয়নপত্র দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটের মনোনয়নপত্র জমা শুরু হয়েছে। সেটা ৪ এপ্রিল পর্যন্ত চলবে মনোয়নপত্র♏ জমার প্রক্রিয়া।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, লক্ষাধিক ভোটার আইডি কার্ড না পাঠানোয় এবার জেলাশাসকদের সরাসরি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ লক্ষ ৩৭ হাজার ৩৭টি ভোটার আইডি কার্ড ছাপানোর জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। যার মধ্যে এখনও পর্যন্ত ২৫ লক্ষ ৬৪ হাজার ৪৩৫টি ভোটার কার্ড পাঠানো হয়েছে ভোটারদের কাছে। বাকি ভোটার কার্ড দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হোম ভোটিং ফেসিলিটি ব্যবস্থা রাখা হবে। দার্জিলিং ১৯৯৯টি ভোট কেন্দ্র রয়েছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ১৭৩০টি ভোট কেন্দ্র এবং বালুরঘাটে মোট ভোট কেন্দ্র♊ ১৫৬৯। বিশেষ পুলিশ অবজারভার হিসাবে অনিল কুমার শর্মা, বিশেষ সাধারণ অবজারভার হিসাবে অলোক সিনহাকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোಞনে কথোপকথন, দু’পক্ষের মধ꧑্যে কী কথা হল?
অন্যদিকে আগামী💙 সপ্তাহের শুরুতে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য। এই অভিযোগে শোকজ করা হলেও এখনও তিনি কোনও উত্তর দেননি বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, ‘এখনও ভোটার কার্ডের আবেদন আসছে। তাই একটু দেরি হচ্ছে কার্ড পৌঁছতে। কিন্তু তার অর্থ এটা নয় যে কেউ ভোট দিতে পারবে না। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত নতুন কার্ড মানুষের কাছে পৌঁছে যায়।’ ৩০ হাজার ২০৯টি লাইসেন্স অস্ত্র জমা পড়েছে। ৭২০টি নাকা পয়েন্ট🥀 চলছে। ৭ কোটি ২ লক্ষ টাকা নগদ এবং মাদক এবং মদ বাজেয়াপ্ত হয়েছে। মোট ১২৮ কোটি ৮৭ লক্ষ টাকা আনুমানিক বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়া আজকে ভোটারদের জন্য নির্দেশিকায় কেমন করে ভোটার তালিকা নাম তুলতে হবে, কেমন করে ভোট দেবেন, ভোট কেন্দ্রে কি কি সুবিধা আছে–সহ নানা তথ্য তুলে ধরা হয়। নির্বাচনী সম্পর্কিত নানা অ্যাপ জানানো নয়। কোন বিকল্প নথিতে ভোট দিতে পারব🔯েন। পোস্টাল ব্যালটের সুবিধা জানানো হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, ‘প্রচুর অভিযোগ জেলাশাসকের কাছ থেকে আসছে। রিপোর্ট পাঠানো হলে আমরা জানিয়ে দেব। বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে নিয়ে রিপোর্ট জেলা থেকে এসেছে। খু🍰ঁটিয়ে দেখে বলা যাবে।’