লোকসভা নির্বাচনে এত কঠিন প্রার্থী এবারই পেয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আসলে বিপক্ষের প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলার ইতিহাস জড়িয়ে থাকায় মানুষের আবেগ জড়িয়ে পড়ছে। আর সেটাই এখন কপালে ভাঁজ ফেলেছে পোড়খাওয়া নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধু🅺রীর বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। প্রাক্তন ক্র🌺িকেটার এখন প্রচারে নেমে পড়েছেন। তবে ইউসুফ পাঠান নির্বাচনী প্রচারের ব্যানারে ২০১১ সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ের মুহূর্ত ব্যবহার করেছেন বলে অভিযোগ। সেখানে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করেছেন ইউসুফ বলে অভিযোগ। আর তাই এটা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।
আসলে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নন কেউ। ইউসুফের মতো প্রার্থী তাঁর বিরুদ্ধে দাঁড়াতে পারে সেটা কল্পনাও করতে পারেননি অধীর। তাই সামান্য কিছু দেখতেই পেলে এখন রে রে করে তেড়ে আসছে কংগ্রেস। আসলে এটা অধীর চৌধুরীর অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস যদি এই আসনটি জিতে নেয় তাহলে বাংলায় কংগ্রেসের আর কিছুই থাকবে না। তাই এই ছবি সামনে আসতেই নির্বাচন কমিশনকে অভিযোগপত্র জমা দিয়েছে কংগ্রেস। আর চিঠিতে লিখেছে, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত পোস্টারে তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছেন ভারত রত্ন সচিন তেন্ডুলকর। এটা দেশের জন্য যেমন গর্বের তেমনই আবেগের। রাজনৈতিক লাভে এমন কিছুকে ব্যবহা𓄧র করা উচিত নয়। এতে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।’
আরও পড়ুন: ফ্যাশন ডিজাইন🌺ার হতে চেয়েছিলেন, কাজ চলছে আজও, রাজবধূ এখন রাজনীতিতে