প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ দলের তাবড় নেতারা ঢাকঢোল পিটিয়ে ইস্তাহার প্রকাশ করলেও বাংলার মানুষজন এখনও আবাস যোজন🉐ার টাকা বা বাড়ি পাননি। এই নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর চ্যালেঞ্জের জবাব কেউ দিতে আসেননি। আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। এই আবহে আলিপুরদুয়ারে আসেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এখানকার মানুষজনকে পাকা বাড়ি বিজেপি সরকার করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে যান। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গꦏিয়েছে।
এদিকে রবিবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জয়গাঁর বড় মেচিয়া বসতি ফুটবল মাঠে জনসভা করেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, ‘রাজ্যে যাদের পাকা ঘর হয়নি, ত🅘াদের পাকা ঘর করে দেবে ღবিজেপি সরকার। আমরা যা বলি তাই করি। আমাদের আগের ইস্তেহার খুঁজে দেখলে তা পরিষ্কার হয়ে যাবে।’ যদিও আগে প্রতিশ্রুতি ছিল, ২০২২ সালের মধ্যে সবার মাথায় পাকা ছাদ হয়ে যাবে। কিন্তু এবার ‘গ্যারান্টি’ আরও তিন কোটি পাকা বাড়ির প্রতিশ্রুতি। তাই বিরোধীদের প্রশ্ন, সবার মাথায় পাকা ছাদ যে হয়নি, সেটা তাহলে প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন? এই বিষয়ে রাজনাথ সিং কোনও শব্দ খরচ করেননি।
আরও পড়ুন: ‘বিজেপি জিতলে তুলে নিয়ে 🐓যাব’, তফসওিলি বধূকে হুমকি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার যুবক
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী তথা ইস্তেহার কমিটির চেয়ারপার্সন রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নড্ডাকে পাশে নিয়ে প্রচুর জাঁকজমক করে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। যদিও এই ইস্তেহার ༺বহু প্রশ্নের জন্ম দিয়েছে। তবে রাজনাথ সিংয়ের বক্তব্য, ‘রবিবার ইস্তেহার প্রকাশ করেছি আমরা। সেখানে দেশের দলমত নির্বিশেষে ৭০ বছরের বেশি বয়সের সব নাগরিককে ৫ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছি আমরা।’ যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের কটাক্ষ, ‘কীসের ইস্তেহার? মোদীর গ্যারান্টি ইকুয়াল টু জিরো ওয়্যারান্টি।’
এছাড়া বিজেপির ইস্তেহারে ‘জ্ঞান’ বণ্টন করা হয়েছে বলছে বিরোধীরা। কী এই জ্ঞান? গরিব (জি), যুব (ওয়াই), কৃষক বা অন্নদাতা (এ) এবং নারীশক্তি (এন)। এই ইস্তেহার প্রকাশ করার পর রাজনাথ সিং বলেন, ‘আমি খুব খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি। আজ সংকল্প পত্রের মাধ্যমে বিজেপি আত্মসম্মান এবং দক্ষ ভারতের রোডম্যাপ প্রকাশ করেছে।’ তবে আলিপুরদুয়ারে এসে সিপিএমকে আক্রমণ করেন রাজনাথ সিং। তাঁর কথায়, ‘সিপিএমের সংসদে কোনও প্রতিনিধি নেই। ওরা বলছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে পরমাণু বোমা ধ্বংস করে দেবে। আর আমরা বলছি পরমাণু বোমা ধ্বংস করব নাꦓ। যখন গোটা বিশ্ব পরমাণু বোমা নষꦬ্ট করবে, তখনই আমরা ওই বোমা নষ্ট করব।’