Updated: 18 Nov 2024, 09:00 PM IST
Laxmishree Banerjee
দূর্গা বা কালী পুজো নয়, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার মানুষের কাছে সব থেকে বড় পুজো হল কার্তিক পুজো! এখানকার এই পুজো কার্তিক লড়াই নামেই পরিচিত। এই পুজোর শোভাযাত্রায় নজর কাড়ে চন্দননগরের আলোকসজ্জা, বিভিন্ন বাদ্যযন্ত্রও। অনন্য মণ্ডপ, প্রতিমা ও বাহারি আলোকসজ্জায় মেতে ওঠে এলাকাবাসী ও বীরভূম, মুর্শিদাবাদ,নদিয়া জেলার মানুষও। নিরাপত্তায় হাজির থাকে পুলিশ। লাগানো হয় সিসিটিভি ক্যামেরাও।