লোকসভা নির্বাচন এখন দুয়ারে। এপ্রিল মাস থেকেই জোর প্রচারে নামতে চলেছে শাসক–বিরোধী দল। বাংলায় বিজেপি ৪০ জনে🉐র নাম রেখেছে প্রচার তালিকায়। পাল্টা তৃণমূল কংগ্রেসও ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। সুতরাং ভোট ময়দানে সরগরম হয়ে উঠবে একে অন্যের বিরুদ্ধে শাণিত অভিযোগ। এখন প্রশ্ন উঠছে দু’দলের তারকা প্রচারক ๊কারা? তৃণমূল কংগ্রেস নবীন–প্রবীণ সংমিশ্রণে প্রচারকের তালিকা তৈরি করেছে। বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকায় তুলে এনেছে। তবে নাম রয়েছে ‘অভিমানী’ রুদ্রনীল ঘোষের। আবার প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে এই তালিকায় যেমন তারকাখচিত হয়েছে তেমন একাধিক পরিচি🙈ত মুখকে বাদ পড়তে দেখা গিয়েছে। মিমি চক্রবর্তী, নুসরত জাহানকে বাদ দেওয়া হয়েছে। আবার বয়সজনিত কারণে বাদ পড়েছেন শত্রুঘ্ন সিনহা। এমনকী এই তালিকায় নাম নেই কাঞ্চন মল্লিকেরও। বিজেপি যেহেতু জানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি তৃণমূল কংগ্রেসের তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, সুনীল বনসল, অমিত মালব্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পাশাপাশি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহাদের নাম রেখেছে।
অন্যদিকে মহুয়া মৈত্রকে আবার কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, কৃষ্ণনগর থেকেই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ ধুবুলিয়া জনসভা করবেন তিনি। তারপর সেখান থেকে বহরমপুর। অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে। ১ এপ্রিল এই বহরমপুরে🥂র মাটিতেই দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের প্রচার তালিকা দেখে খানিকটা চাপেই পড়েছে বিজেপি নেতৃত্ব। তাই মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি এবং রুদ্রনীল ঘোষকে নামিয়ে দিয়েছে। এঁরা বাংলায় প্রচার করবেন। অথচ টিকিট না পেয়ে রুদ্রনীল ঘোষ বলেছিলেন, ‘প্রার্থী হওয়ার মাপকাঠির যোগ্যতা কি তা আমার জানা নেই।’
আরও পড়ুন: ইডির ♛𝓀ডাকে সাড়া দেবেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা! তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে?
এছাড়া বিজেপির প্রচার তালিকায় যোগ😼ী আদিত্যনাথ, সুনীল বনসল, অমিত মালব্যরা রয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের প্রচার তালিকায় সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুইয়াঁ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা–সহ 🐼দেব, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, জুন মালিয়া, পার্থ ভৌমিক, দেবাংশু ভট্টাচার্যরা জায়গা পেয়েছেন। দুই দলেরই আছে ৪০ জনের তারকা প্রচার তালিকা। এখন দেখার তারকাখচিত রাজনীতির ময়দান কোন বার্তা বয়ে নিয়ে আসে।