মালদা জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবার সেই অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। জেলার প্রশাসনিক কর্তাদের টেনে প্রার্থীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার জেরে এবার খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থীর দাবি, মালদার প্রশাসনিক অফিসারদের সঙ্গে গোপন বৈঠক করেছেন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা সম্পূর্ণ মিথ্যা বলেই দাব♏ি করেছে জোড়াফুল শিবির।
এদিকে চাকরি থেকে অবসর নিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছেন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার পরই লোকসভা নির্বাচনের টিকিট পান তিনি। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে মালদা উত্তরের প্রার্থী হিসাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন ওই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। খগেন মুর্মুর বিরুদ্ধে আজ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। খগেন মুর্মু দাবি করেছিলেন, মালদা জেলার ১০ জন প্রশাসনিক কর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর 🌌ওই ১০ জন প্রশাসনিক কর্তার মধ্যে আছেন জেলাশাসক নীতীন সিঙ্ঘানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব–সহ জেলার অন্যান্য পুলিশ কর্তারা।
অন্যদিকে এই অফিসাররা লোকসভা নির্বাচনের কাজ করলে সেটা একেবারেই নিরপেক্ষ হবে না বলেও দাবি করেন খগেন মুর্মু। প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থও হন তিনি। খগেন মুর্মুর এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এমন কোনও বৈঠক মালদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়নি বলে দাবি করা হয়েছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লিখিতভাবে নির্বাচনী আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানা𒐪নো হয়েছে নির্বাচন কমিশনে।
আরও পড়ুন: ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার কꦺরল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ
এছাড়া তৃণমূল কংগ্রেসের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে এরকম ‘মিথ্যা প্রচার’ করা হচ্ছে। একইরকমভাবে জেলার পুলিশ প্রশাসনের সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে। আর তাই এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, ‘প্রচুর অভিযোগ জেলাশাসকের কাছ থেকে আসছে। রিপোর্ট পাঠানো হলে আমরা জানিয়ে দেব। বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে নিয়ে রিপোর্ট জেলꩵা থেকে এসেছে। খুঁটিয়ে দেখে বলা যাবে।’