এবার সোনারপুরের একাধিক কাউন্সিল🤡রকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোনারপুরের একাধিক কাউন্সিলরের নামে একাধিক অভিযোগ জমা পড়েছে মুখ্য়মন্ত্রীর কাছে। এনিয়ে তিনি কার্যত সতর্ক করে দেন। পাশাপাশি সব খবরই যে নেত্রীর কাছে থাকে তা নিয়েও ইঙ্গিত দেন তিꦺনি।
সোনা🅘রপুর দক্ষিণের সোনারপুর স্পোর্টিং ইউনিয়নের খেলার মাঠের একটা জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি স🌟োনারপুরের একাধিক কাউন্সিলরকে নিশানা করে তির ছোঁড়েন।
যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচ𒈔ারে গিয়েছিলেন মমতা বন্দ🦋্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে। আমি তাঁদের বলব হয় শুধরে নেবে নাহলে আমি শুধরে দেব। আমি কিন্তু খবর রাখি। মনে রাখবেন আমি জনগণের উর্ধ্বে নই। সরাসরি জানিয়ে দিলেন মমতা।
এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায় সতর্ক করেছিলেন বিক্ষুব্ধদের। এবার তিনি সতর্ক করলেন সোনারপ🐽ুরের কাউন্সিলরদের একাংশকে।
এক🐼দিকে বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি। আর অন্যদিকে 🤡তৃণমূলের একাংশকে একহাত নিচ্ছেন মমতা।
এদিন সায়নীর প্রচারে গিয়ে আগের বারের সাংসদ মিমি চক্রবর্তীর প্রসঙ্গও তুলেছিলেন মমতা। তবে তি🍰নি সরাসরি নাম তোলেননি। তাঁকে ভালো মেয়ে বলেও উল্লেখ করেন তিনি। তবে সিনেমায় ব্যস্ত থাকার কারণে যে মিমি এলাকায় ঠিকঠাক সময় দিতে পারেননি সেটাও উল্লেখ করেন তিনি।
রবিবার হরিনাভির সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়া⛦য় মিমির নাম সরাসরি উল্লেখ করেননি। তিনি বলেন, তাঁর ( মিমির) অবশ্য় কোনও দোষ ছিল না। তিনি নিজের ফিল্মের জগতে ব্যস্ত। এটা আমাদেরই দোষ ছিল। সেজ꧙ন্য আমরা শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন ও দাঁতে দাঁত চেপে লড়াই করবেন, উন্নয়নের কাজ করে যাবেন। বললেন মমতা।
সেই সঙ্গেই তিনি বলেছিলেন, আমি ফোন করেছিলাম( মিমি চক্রবর্তীকে)। তাকে জিজ্ঞাসা করেছিলাম অন্য কোনও 🐽আসন থেকে লড়তে চায় কি না। আমি তাকে না করিনি। সে খুব ভালো মেয়ে। তার ভালো হোক।
এদিকে এদিন ভোটপর্বের মধ্য়েই মমতা যেভাবে সোনারপুরের কাউন্সিলরদের একাংশকে । তা নিয়ে দলের অন্দরে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে।&nb𓆉sp;