সদ্য ‘জনগর্জন’ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিয়েছেন। বিউগল বাজিয়ে তৃণমূল ঘোষণা করে দিয়েছে ২০২৪ লোকসভা ভোটে বাংলায় তাঁর দলের ৪২ প্রার্থীর নাম। ব্রিগেডে রবিবারের মেগা সভা থেকেই মমতা জানিয়ে দিয়েছেন যে, রাজ্যের বাইকে একাধিক জায়গায় তিনি প্রা﷽র্থী দেওয়ার পরিকল্পনায় রয়েছেন। সেক্ষেত্রে উত্তর প্রদেশে তৃণমূলের প্রার্থী দেওয়া নিয়ে তিনি অখিলেশ যাদবদের সঙ্গে আলোচনায় রয়েছেন বলে জানান মমতা। এরপরই অখিলেশ যাদবদের সমাজবাদ🎉ী পার্টির সিনিয়র নেতাদের তরফে বাংলা নিয়ে পরিকল্পনার কথা প্রকাশ্যে এল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অখিলেশ যাদবরা চাইছেন বাংলা থেকে তাঁদের প্রার্থীকে সমর্থন দিন মমতা বন্দ্যোপাধ্যায়রা। অর্থাৎ সমীকরণটা খুলে বলতে গেলে দাঁড়ায়, উত্তর প্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করে তৃণমূলের প্রার্থীকে দাঁড় করাতে। সেক্ষেত্রে অখিলꦑেশ যাদবের দলের সিনিয়র নেতা চাইছেন তাঁদের দলের তরফে কিরন্ময় নন্দকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সমর্থন যোগাক। ব্রিগেডের ময়দান থেকে মমতা জানিয়েছেন, বাংলায় বিরোধীদের নেতৃত্ব দেবে তাঁর দল। একই সঙ্গে তিনি জানান, রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে লড়বে তৃণমূল। মমতা জানিয়েছিলেন, উত্তর প্রদেশে তাঁর꧟ দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে প্রার্থী নিয়ে আলোচনা করছে।
এদিকে, সমাজবাদী পার্টির সিনিয়র নেতা ও ৭ বারের বিধায়ক ওম প্রকাশ সিং প্রস্তাব দিচ্ছেন, পার্টির ভাইস প্রেসিডেন্ট কিরন্ময় নন্ಌদকে বাংলায় একটি আসনে সমর্থন যোগাক তৃণমূল। ওম প্রকাඣশ সিং প্রস্তাব বলছেন, ‘তৃণমূলের জন্য উত্তর প্রদেশ নতুন রাজনৈতিক ক্ষেত্র। যদি আমাদের প্রেসিডেন্ট অখিলেশ যাদব আমাদের নির্দেশ দেন তাহলে তৃণমূলের জয়ের জন্য যথাসম্ভব আমরা করব।’ তিনি বলছেন, ‘ তবে তৃণমূলের একথা মাথায় রেখে আমরাও আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্টেরর কাছে অনুরোধ করছি যাতে তৃণমূলের থেকে আমাদের নেতা কিরন্ময় নন্দর জন্য একটি আসন চাওয়া হয়। তিনি পশ্চিমবঙ্গের যেকোনও আসন থেকে লড়ে জিততে পারেন। কলকাতার দক্ষিণের আসনে উত্তর প্রদেশের গাজিপুর, আজমগড়, চন্দৌলির বহু মানুষ বসবাস করেন। তাঁরাই বড় জয় নিশ্চিত করে দেবেন। ’
প্রসঙ্গত, এককালে বাম মন্ত্রিসভার মন্ত্রী কিরন্ময় নন্দ অখিলেশ যাদবরে অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। সপাতে যখন পারিবারিক দ্বন্দ্ব মাথাচারা দিয়েছিল, সেই সময় অখিলেশের পাশে ছিলেন কিরন্ময়। সেই সময় থেকেই কিরন্ময় নন্দের সঙ্গে অখিলেশের ঘন𒈔িষ্ঠতা রয়েছে। আর সেই জায়গা থেকে পার্টি🃏র সিনিয়র নেতারা চাইছেন বাংলা থেকে কিরন্ময় নন্দকে তৃণমূল সমর্থিত প্রার্থী ঘোষণা করে বিরোধী শক্তির হাত পোক্ত করতে।