🐼 মতুয়া ভোটব্যাঙ্ক কোন দল কতটা নিজেদের দিকে নিয়ে আসতে পারে সেটা নিয়ে প্রতিবারই প্রতিযোগিতা চলে। রীতিমতো দড়ি টানাটানি চলে রাজনৈতিক দলগুলির মধ্য়ে। তবে এবার কিছুটা ভিন্ন ছবি। শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন রাজ্যের তিনটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে।
বনগাঁ, বারাসত ও কৃষ্ণনগর এই তিন আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ🍬 মতুয়া ফাউন্ডেশন। ওই তিন কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে লড়বেন তাঁরা। ওই তিন কেন্দ্রে যাঁদের প্রার্থী দেওয়া হচ্ছে তাঁরা হলেন সুমিতা পোদ্দার, সইফুদ্দিন মণ্ডল ও সঞ্জিত বিশ্বাস। ইতিমধ্য়েই তাঁরা প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এখানেই শেষ নয়, রানাঘাট ও বর্ধমান পূর্ব আসন থেকেও প্রার্থী দেওয়ার কথা ভাবছেন তারা।
বাংলার বিভিন্ন এলাকাতেই মতুয়া ভোট রয়েছে। সেই মতুয়া ভোট কোনদিকে যাবে তা নিয়ে নানা সময়ে নানা দড়ি টানাটানি চলে। তবে এবার সিএএ লাগু হয়েছে। এর জেরে মতুয়া 🐬সমাজও এনিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন। তবে এবার একেবারে তাৎপর্যপূর্ণভাবে মতুয়া সংগঠন প্রার্থী দিচ্ছে। কিন্তু ভোটবাজারে তারা কতটা প্রভাব ফেলতে পারে সেটাও দেখার।