লোকসভা নির্বাচনের প্রচার চালাকালীন কাঁথিতে বিজেপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে কাঁথির কুমিরদা গ্রাম পঞ্চায়েতে বিজেপির কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে ক্ষতি✨গ্রস্ত হয়েছে পার্টি অফিসার সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রাতের অন্ধকারে হামলা
কাঁথি তিন নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোটো নিমাই বাজারে রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় ও বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে। মুখে কাপড় বা﷽ঁধা বাইক বাহিনী এসে আগুন লাগিয়েছে বলে অভিযোগ। এর আগেও আরো দু’বার পার্টি অফিস ভাঙা থেকে সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ উঠছে। স্থানীয় এক বিজেপি সমর্থক দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখছে। উ﷽ল্লেখ্য এক বিজেপি নেতাকে পিটিয়ে খুনের মামলায় এই এলাকার ৩০ জন তৃণমূল নেতাকর্মীকে সিবিআই নোটিশ করেছে। তার মধ্যে এই ধরনের বাইক বাহিনীর দাপাদাপি যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে এলাকায়।
কাঠগড়ায় তৃণমূল
স্থানীয় বিজেপি নেতা অমল মাইতি বলেন, ‘এখানে আগে পার্টি অফিস, দোকান ভেঙেছে তৃণমূল। এক বিজেপি কর্মী⛎কে মেরেছে। গোটা এলাকায় পঞ্চায়েত ভোটে ছাপ্পা দিয়েছে। বুধবার রাতে মুখে কালো কাপড় বেঁধে ত♐ৃণমূলের দুষ্কৃতীরা আসে। এই বাজারে এই নিয়ে চারবার হামলা হল।’