রাজ্য সরকারের সহযোগিতা ছাড়াই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে বিজেপি সরকার। নির্বাচনী ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দল কেন্দ্রের শাসক দল। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বিজেপির রাজ্য꧋ সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের সাংবা𓆉দিক বৈঠকে বিজেপির ‘সংকল্প পত্র’এর আর নানা দিক তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: আ🅷মাদের আন্দোলন নিয়ে বলার উনি কে? গঙ্গাধরের বাড়িতে 🉐বিক্ষোভ সন্দেশখালির মহিলাদের
পড়তে থাকুন: অনুব্রত অতীত, বীরভূমে এবার পরিস্থিত🉐ি আমূল বদলে গিয়েছে, দাবি দেবতনু ভট্টাচার্যর
আয়ুষ্মান ভারত নিয়ে বিবাদ
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু নিয়ে বিজেপি ও তৃণমূলের বিবাদ নতুন নয়। রাজায় রাজায় যুদ্ধে যদিও আসলে বলি হচ্ছেন সাধারণ মানুষই। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পায় একটি পরিবার। এই প্🦩রকল্পের অধীনে থাকলে গোটা দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর সুবিধা পাওয়া যায়। কিন্তু তৃণমূলের দাবি, এই প্রকল্প রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের নকল করে বানানো হয়েছে। প্রকল্প লাগু কর♋তে গেলে রাজ্য সরকারকে ৪০ শতাংশ টাকা দিতে হয়। তার পরেও প্রকল্পের নথিতে থাকে প্রধানমন্ত্রীর নাম ও ছবি। যা মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া নির্দিষ্ট আর্থিক শ্রেণিতে অবস্থান করলে তবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। যার ফলে বহু মানুষের বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্প লাগু করবে মোদী সরকার
এদিন সুকান্তবাবু বলেন, রাজ্𓃲য সরকারের সহযোগিতা ছাড়াই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত লাগু করবে মোদী সরকার। এজন্য রাজ্য সরকারকে কোনও টাকা দিতে হবে না। ৭০ বছরের বেশি বয়সী বরিষ্ঠ নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তারা সরাসরি অনলাইনে এই প্রকল্পে নথিভুক্তির জন্য আবেদন করতে পারবেন। নথিভুক্তির পর নির্দিষ্ট হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা করাতে প💦ারবেন তাঁরা।
আরও পড়ুন: মনোনয়নে উত্তেজনা, অভিজিৎ গঙ্গোপাধ🎉্যায়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হল থানায়
সুকান্তবাবু ব🍌লেন, এতে যেমন বৃদ্ধ – বৃদ্ধাদের চিকিৎসা নিয়ে উদ্বেগ শেষ হবে তেমনই পরিবারের ওপরেও তাঁদের চিকিৎসা করানোর আর্থিক চাপ কমবে।
বিজেপির দাবি, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ভয় পেয়ে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করতে দিচ্ছে না মমতার সরকার। এর জেরে বঞ্চিত হচ্ছেন কয়েক কোটি রাজ্যবাসী। তাদের দাবি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প⛄ শুধুমাত্র চোখে ধুলো দেওয়ার চেষ্টা। এই প্রকল্পে কোথাও চিকিৎসা করানো যায় না।