🅰 মালদায় ভোট প্রচারে এসে বাংলার সঙ্গে নিজের 'যোগ'-এর কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। এখানকার মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি বললেন, 'আপনাদের ভালবাসা দেখে মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম।' মোদী আজ বলেন, 'আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব।'
🅺মোদী বলেন, 'আমি যদি বাংলায় না জন্মে থাকতাম, তাহলে এত ভালোবাসা নয়ত কখনও পেতাম না। এত লোক আজ আমার এই জনসভায় এসেছেন যে এই মাঠে জায়গা কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এর জন্য তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি বাংলায় উন্নতি করে আপনাদের এই ভালোবাসা ফিরিয়ে দেব।' মোদী আরও বলেন, 'বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্যই আপনারা ফ্রি রেশন পাচ্ছেন।'
𝄹এদিকে আজ মালদার জনসভা থেকেও সন্দেশখালি প্রসঙ্গ তুলে ধরেন। সন্দেশখালির সঙ্গে মালদার তুলনা টেনে মোদী বলেন, 'সন্দেশখালি মহিলাদের উপর নির্যাতন হয়েছে। মালদহেও মহিলাদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল।' এদিকে আজকের জনসভা থেকে সংখ্যালঘু তোষণ নিয়ে একসূত্রে গেঁথে দেন তৃণমূল এবং কংগ্রেসকে। মোদী বলেন, 'কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টিকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। তোষণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।'
🌃এদিকে উত্তরাধিকার কর আইন এবং সম্পদ পুনর্বণ্টন ইস্যু নিয়েও আজ মুখ খোলেন মোদী। তিনি বলেন, 'মহিলা,আদিবাসীদের জন্য় ভয়াবহ আইন আনতে চাইছে ইন্ডি জোট। এই আইনে মহিলাদের মঙ্গলসূত্র, আদিবাসী মহিলাদের গহনা, আর সম্পত্তির হিসাব করে বণ্টনের কথা বলছে। এই কারণে কংগ্রেসের রাজপুত্র বিদেশ থেকে এক্স-রে মেশিন নিয়ে এসেছে। এরা পুরো দেশে সকলের এক্স-রে করে দেবে। কংগ্রেস চাইছে সকলের যা সম্পত্তি তা হস্তগত করতে হবে সরকারকে। আর তারপর তা তারা নিজেদের ভোট ব্যাঙ্ককে দেবে। এটা কংগ্রেস ঘোষণা করে দিয়েছে। তৃণমূলও কিন্তু এর বিরুদ্ধে কোনও কথা বলেনি। ওরা মৌনতা অবলম্বন করে এটিকে সমর্থন করছে। ওদের মধ্যে তোষণের প্রতিযোগিতা চলছে। কংগ্রেস আপনাদের সম্পত্তিতে ৫৫ শতাংশ কর বসানোর চেষ্টায় আছে। অর্থাৎ আপনার সারা জীবনের রোজগার আপনার পরবর্তীতে সন্তান পাবে না। অর্ধেক পাবে কংগ্রেস সরকার। আর ওদিকে তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকানোর কাজ করছে। ওরা আপনাদের জমিতে কব্জা করার চেষ্টা করছে।'