লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের জন্য আজই প্রচার শেষ হবে। এরপরই তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার ধ্যান শুরু করতে চলেছেন তিনি। এদিকে মোদীর সেই ধ্যানের জন্য কন্যাকুমারীতে নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। মোদীর ধ্যান চলাকালীন সেই এলাকায় কড়া নজরদারি চালাতে প্রায় দু'হাজার পুলিশ কর্মী ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। এদিকে ৪৫ ঘণ্টার জন্য কন্যাকুমারী সৈকতে পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। রিপোর্ট অনুযায়ী, ৩০ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী ধ্যান করবেন বিবেকানন্দ রকে। (আরও পড়ুন: '...বিশ্বে কেউ গান্ধ♕ীকে চিনত না', কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে বিস্ফোরক দাবি মোদীর)
আরও পড়ুন: লোকসভা ভোটে বাংলায় BJP-র ফল নিয়ে 'বিস্ফোরণ' নড্ডার, অঙ্ক মিলল না শ🔥া♏হের সঙ্গে!
আরও পড়ুন: জয় নিয়ে ন🍒িশ্চিত NDA? মোদীর শপথের জন্য এবার ভাঙবে প্রথা! ১ মা൲স আগেই ঠিক হয় সবকিছু
বিশ্বাস করা হয়, ভারতের মূল ভূখণ্ড থেকে কয়েকশো মিটার দূরে সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপে স্বামী বিবেকানন্দ তাঁর দিব্য দর্শন পেয়েছিলেন। আজ প্রধানমন্ত্রী মোদী একটি হেলিকপ্টারে সেখানে পৌঁছবেন। এর আগে সেখানে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ খতিয়ে দেখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আজ প্রধানমন্ত্রী মোদী প্রথমে তিরুবনন্তপুরম পৌঁছবেন এবং সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারে কন্যাকুমারী যাবেন। তাঁর অবতরণের আনুমানিক সময় বিকেল ৪টে ৩৫ মিনিট। তিনি কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করবেন এবং তারপর ধ্যানে বসবেন। ১ জুন বিকেল সাড়ে তিনটেয় কন্যাকুমারী থেকে ফিরবেন তিনি। (আরও পড়ুন: পর্নস্টারকে ঘুষকাণ্ডে ক🔯োণঠাসা ট্রাম্প নিজেকে তুলন𝄹া করলেন মাদার টেরিজার সঙ্গে!)
আরও পড়ুন: সেনসেক্সে 'ধসের' পর শেয়ার বাজা💞র নিয়ে বড় দাবি শাহের, বললেন- '১২০০-১৩০০ পয়েন্ট…'
বিজেপি নেতাদের মতে, প্রধানমন্ত্রী মোদী ধ্যানের জন্য যে পাথরটি বেছে নিয়েছিলেন তা বিবেকানন্দের জীবনে একটি বড় প্রভাব ফেলেছিল। বিবেকানন্দ সারা দেশ ঘুরে এখানেই এসেছিলেন। এখানে তিন দিন ধ্যান করেছিলেন। বলা হয়, এই পাথরে ধ্যান করার সময়ই উ⭕ন্নত ভারতের জন্য একটি স্বপ্ন দেখেছিলেন তিনি। আবার পূরাণ মতে, এই স্থানেই ভগবান শিবের জন্য ধ্যান করেছিলেন পার্বতী। এই আবহে বিজেপি নেতার কথায়, স্বামীজির দেখা উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দ♑েওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতি দিয়েছেন। তারই প্রতিফলন মোদীর এই কর্মসূচি। প্রধানমন্ত্রী মোদী কন্যাকুমারীতে গিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন।