নিজেদের প্রয়োজনে ৮২৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে পেন্টাগন। ✤কিন্তু, সেই বিপুল পরিমাণ অর্থ কোন খাতে, কীভাবে এবং কেন খরচ করা হয়েছে, ♛তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারল না তারা! যার জেরে তৈরি হয়েছে নয়া বিতর্ক।
যদিও সংশ্লিষ্ট আধিকারিকরা এই বিষয়ে জবাবদিহি না করে অন্যদিকে মনো📖নিবেশ করেছেন বলে অভিযোগ। তাঁদের সাফাই, মার্কিন প্রতিরক্ষা ওবিভাগ তাদের আর্থিক সমস্যাগুলি পেরিয়ে আসতে অনেকটাই সক্ষম হয়েছে।
তবে, প্রতিরক্ষা বিভাগ বিষয়টি পাশ কাটানোর চেষ্টা করলেও সংশ্লিষ্ট অডিটররা কিন্তু চুপ করে বসে নেই। তাঁদের অভিযোগ, পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট বা 'হিসাবের খ𒁏াতা' তৈরি করার জন্য যে পরিমাণ তথ্যের প্রয়োজন ছিল, তা তাঁদের দেওয়া হয়নি।
ফক্স নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের মোট ২৮টি অডিট সংক্রান্ত তথ্যাবলী প্রকাশ করা হয়েছে বা হবে। যার মধ্যে মাত্র নয়টির ক্ষꩵেত্রেই অবিকৃত তথ্য পেশ করা হয়💎েছে বলে দাবি! অর্থাৎ - এই তথ্যগুলির ক্ষেত্রে 'আনমডিফায়েড ওপিনিয়ন' দিয়েছেন অডিটররা।
একটি তথ্য পেশ করার সময়ে সেটির জন্য 'কোয়ালিফায়েড ওপিন𓂃িয়ন' দেওয়া হয়েছে। যার অর্থ হল - সংশ্লিষꦗ্ট তথ্য সঠিক ও অবিকৃত হলেও তার মধ্যে কিছু ব্যতিক্রমী স্বাতন্ত্র রয়েছে।
১৫টি তথ্য প্রকাশের সময় তার সঙ্গে 'ডিসক্লেমার' দিয়েছেন অডিটররা। অর্থাৎ - তা๊ঁরা এই তথ্যগুলি লিপিবদ্ধ বা নথিভুক্ত করার সময় কোনও সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হননি। এছাড়াও, আরও তিনটি তথ্য প্রকাশ করা এখনও বাকি রয়েছে।
এই ঘটনা সামনে আসতেই মার্কিন মুলুকে পেন্টাগনের খরচ নিয়ে 🍬জোর আলোচনা শুরু হয়েছে। যদিও সরকারের তরফে আগেই জানানো হয়েছে, ২০২৮ সালের 🔯মধ্যেই এই সংক্রান্ত অডিট সম্পূর্ণ করে গোটা বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পেশ করা হবে।
যদিও সংশ্লিষ্ট বিতর্ক নিয়ে সেভাবে মুখ খোলেননি চিফ ফিন্যানসিয়াল অফিসার মাইকেল ﷺম্যাককোর্ড। বদলে তাঁর বক্তব্য হল, পেন্টাগন 'তার অর্থনৈতিক সমস্যাগুলির গভীরতা বুঝতে সক্ষম হয়েছে এবং সেগুল🤪িকে অনেকাংশেই কাটিয়ে উঠেছে।'
একইসঙ্গে মাইকেল দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, 'পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। ডিপার্টমেন্ট এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমাদেꦜর যোগ্যতায় আমাদের বিশ্বাস রয়েছে। আমরা জানি, আমরা সার্বিকভাবে আনমডিফায়েড অডিট রিপোর্ট অর্জন করতে সক্ষম হব।'
যদিও তথ্যাভিজ্ঞ মহলের দাবি, পেন্টাগন তা🦩দের খরচের হিসাব সামগ্রিক স্বচ্ছতার সঙ্গে ♐সর্বসমক্ষে আনতে ব্যর্থ হয়েছে। কিন্তু, মাইকেল একথা মানতে নারাজ।
তাঁর যুক্তি, 'যদি কারও হাতে এমন কোনও রিপোর্ট কার্ড থাকে, যার অর্ধেকটা ভালো এবং অর্ধেকটা ভালো নয়, তাহলে আমি জানি না, আপনারা সেটাকে সেই পড়ুয়ার ব্যর্থতা হিসাবে গণ্ꦿয করবেন, নাকি সেই রিপোর্ট কার্ডের ব্যর্থতা হিসাবে!'
প্রসঙ্গত, পেন্টাগনের খরচের হিসাব খতিয়ে 𝔍দেখতে স্বতন্ত্র হিসাবরক্ষকদের নিয়োগ করেছেন প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক꧅্টর জেনারেল।