মুর্শিদাবাদের বেলডাঙায় শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এই আবহে সেখানে ২৪ ঘণ্টার জন্যে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এরই সঙ্গে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে অন্তত ৮ জনতে ইতিমধ্যেই আদালতেও পেশ করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই ধৃতদের ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। (আরও পড়ুন: যুবকের 🐻মৃত্যুতে রহস্য! ৫ পুলিশকর্মী আক্রান্ত জনতার হাতে, পালটা লাঠিচার্জ, আটক ৮)
আরও পড়ুন: চলছে আরজি কর মামলার শুনানি, সঞ্জয়ের পক্ষ𓃲ে কি কেউ সাক্ষ্য দিল?
পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার থেকে বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন। নাম গোপন রাখার শর্তে এক পুলিশ অফিসার জানিয়েছেন, শনিবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ সেই সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভের জেরে ট্রেনও আটকে যায় বলে দাবি করা হয়েছে। শিয়ালদা-লালগোলা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। রবিবার নতুন করে কোনও সংঘর্ষের খবর মেলেনি। (আরও পড়ুন: বহু প্রতিকꦅ্ষার পর শেষ পর্যন্ত বাড়ল মহার্ঘ ভাতা, কবে থেকে কার্যকর হবে নয়া ডিএ-র)
আরও পড়ুন: TMCP সভাপতি তৃণাঙ্কু🦹রকে তীব্র আক্রমণ কল্যাণের, 'মজা' পাচ্ছেন♉ সুকান্ত
এই নিয়ে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে, ‘মুর্শিদাবাদের বেলডাঙায় গত রাতে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে কয়েকটি অংশের তরফে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চলছে, সেটা নিন্দনীয়। (গত রাতে) বেলডাঙায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। যেখানে সেই ঘটনা ঘটেছে, সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ১৭ জনকে গ্রেফতার করে ভাঙচুর এবং হিংসার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।’ (আরও পড়ুন: SSKM-এর জুনিয়র চিকিৎসক কীভাবে ꧂অসুস্থ?൩ সামনে এল চাঞ্চল্যকর তথ্য)
আরও পড়ুন: ভিতরে আওয়াজ শুনে ঢুকেছিলেন... এন্টালিতে পরিত্যক🌊্ত বিল্ডিং ভেঙে মৃত ২ ভাই
সেইসঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, ‘জেলার কোথাও কোনও প্রাণহানি হয়নি। ছয়জন আহত হয়েছেন এবং তাঁদের🌳 উপযুক্ত চিকিৎসা হচ্ছে। য🌞াঁরা আহত হয়েছেন, তাঁদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। (পুরো পরিস্থিতির উপরে) পুলিশ কড়া নজর রেখেছে। শান্তি বিঘ্নিত করতে যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় যে তথ্য এবং পরিসংখ্যান ছড়ানো হচ্ছে, তাতে দয়া করে কান দেবেন না। যারা আইন ভেঙেছে এবং যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।’