২০২৪-এর লোকসভায় বিভিনඣ্ন কেন্দ্রে নোটায় চমকে দেওয়ার মতো ভোট পড়েছে। ইন্দোর থেকে🐎 শুরু করে নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসীতেও প্রচুর নোটা ভোট পড়েছে। বাদ যায়নি মুম্বইও। এখানে ৬ টি আসনের মধ্যে চারটিতে ভোটের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে নোটা। অন্য দুটিতে প্রকাশ আম্বেদকরের নেতৃত্বাধীন বঞ্চিত বহুজন আঘাড়ি (ভিবিএ) নোটার চেয়ে বেশি ভোট পেতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: শাসক–বিরোধী সকলকেই প্রত্যাখ্যান করল বিপুল ভোটার, বাংলায় নোটায় 🌜ভোট ৫ লক্ষের বেশি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুম্বইয়ের ৪টি কেন্দ্রে নোটা তৃতীয় স্থানে রয়েছে। শতাংশের নিরিখে তাতে ভোট পড়েছে ২ শতাংশের কিছু কম। যার কারণে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বইয়ের প্রতিটি আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহ🌞াড্ডি লড়াই দেখা গিয়েছে এবং তৃতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বীদের থেকেও খুব বেশি ব্যবধান দেখা যায়নি। যেখানে ২০১৯ সালের নির্বাচনে বঞ্চিত বহুজন আঘাড়ি ৬ টি নির্বাচনী আসনেই ২ থেকে ৮ শতাংশ ভোট পেয়েছিল সেখানে এবার নোটা এই দলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য থেকে স্পষ্ট, ৬টি আসনে প্রথম দুই প্রতিদ্বন্দ্বী ৯৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন এবং বাকি ৫ শতাংশ ভোট ভাগ হয়ে গিয়েছে বঞ্চিত বহুজন আঘাড়ি, নির্দল এবং নোটা সহ ছোট দলগুলির মধ্যে।