মমতাকে পালটা প্রচারসর্বস্ব নেত্রী বলে আক্রমণ করলেন র﷽াজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সকালে ভাটপাড়ার জিলাপির মাঠে প্রধানমন্ত্রীর সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। মমতাকে কটাক্ষ করে সুকান্ജতবাবু বলেন, এর পর তো লোকে বউয়ের মুখ ভুলে যাবে।
আরও পড়ুন: মে-র শেষে সাইক্লোনের শঙ্কা, আমফানের পথ ধরেই♉ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেꦕমাল
পড়তে থাকুন: সম্পর্ক ছেদ করতে🍌🐟 চাওয়ায় দিনে - দুপুরে নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক
গত কয়েক দিন ধরেই সংবাদপত্রে বিজেপির প্রচারকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় বিজেপির বিজ্ঞাপন থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রবিবার ভাটপাড়ার সভা থেকে তার জবাব দিলেন সুকান্ত। এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সব জায়গায় নিজের পোস্টার লাগিয়েছেন। কলকাতার মতো জায়গায় বড় বড় অ্যাড এজেন্সিগুলোকে হুমকি দিয়েছেন হোর্ডিং ভাড়া দেওয়া যাবে ꧟না। কাটআউট লাগানোর জায়গা নেই। কলকাতায় মানুষ ফ্লাইওভারে উঠছে, মমতার মুখ। ফ্লাই ওভার থেকে নামছে, মমতার মুখ। বাথরুমে যাচ্ছে, মমতার মুখ। সব জায়গায় মমতার মুখ। এর পর লোকে নিজের বউয়ের মুখ ভুলে যাবে। বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে। দিনে রাতে শুধু মুখ্যমন্ত্রীর মুখই আমাদের দেখতে হচ্ছে। আর কারও মুখ উনি দেখতে দেবেন না। সব জায়গায় শুধু নিজের মুখ। আর নিজের প্রচার’।
আরও পড়ুন: চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন BJPতে, জুটছে পদে পদে💫 অপমান, দাবি দেবাশিস ধরের
এমনকী আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু না করায় মমতাকে আক্রমণ করেন স♕ুকান্ত।✃ বলেন, ‘আয়ুষ্মান ভারত যখন চালু হয়েছিল, মুখ্যমন্ত্রী বললেন আয়ুষ্মান ভারত চালু করতে দেব না। বলছে, কার্ডের ওপরে মোদীর ছবি থাকবে কেন? আরে দিদি, এটা তো ভারতবর্ষ। যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। আপনি কী চাইছেন? আয়ুষ্মান ভারতের কার্ডে নরেন্দ্র মোদীর ছবি বাদ দিয়ে কি ইমরান খানের ছবি লাগাতে হবে? ভারতবর্ষের কার্ডে ভারতবর্ষের প্রধানমন্ত্রীরই ছবি থাকবে’।