বিজ্ঞাপনের যুগ। রাস্তা ঘাটে, ওয়েবসাইটে সর্বত্রই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতির দলের বিজ্ঞাপন। তবে এবার বিজেপি প্রার্থীদের বিশেষভাবে বার্তা পাঠাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাইকে চিঠি পাঠিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে পার্সোনালইজড বার্তা। সেখানে লেখা হয়েছে, একটা ভালো চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তার জন্য় আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে কোয়েম্বাটুর ভীষণভাবে উপকৃত হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। স্বাভাবিকভাবেই এই বার্তা শুধু ওই প্রার্থীকে জেতার ব্যাপারে অনুপ্রেরণা যোগাবে সেটাই নয়, এই বার্তার সাধারণ বিজেপি কর্মীদের মধ্য়েও বিশেষভাবে উৎসাহিত করবে।এখানেই নয়, প্রধানমন্ত্রী আরও লিখেছেন, দলে আপনার মতো একজন সদস্য আমার জন্য বড় সম্পদ, গত ১০ বছরে দেশব্যপী সমাজের প্রতিটি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অনেক সমস্যা দূর করা হয়েছে, এখনও অনেক কিছু করা বাকি আছে। আমাদের সেই মিশন নিশ্চিত করতে এবারের ভোট একটা নির্ণায়ক ভূমিকায় থাকবে। মিশন সম্পূর্ণ করতে বিশেষ আহ্বান করলেন মোদী। সামনেই প্রথম দফার ভোট। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে হিসেব মেলাচ্ছেন। ভোটের দিন কতটা শান্তি বজায় রাখা যায় তা নিশ্চিত করতে ইতিমধ্য়েই নানা চেষ্টা চলছে। তবে ভোট শান্তিপূর্ণ হোক সেটা সকলেরই প্রার্থনা। এদিকে এদিন গোটা দেশ জুড়ে পালিত হয়েছে রামনবমীর অনুষ্ঠান। বাংলাতেও হয়েছে এই অনুষ্ঠান। তবে বালুরঘাটে আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী যে , পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং রামনবমী পালনের অনুমতি দিয়েছে আদালত। মোদী রামনবমীর আগেই বলেছিলেন, ‘আজ মহাষ্টমী। পুরো দেশ রামনবমী পালন করতে চলেছে। আর এবার রামনবমী অত্যন্ত স্পেশাল। এই নবরাত্রিও অত্যন্ত স্পেশাল। আর এই বাংলা নববর্ষও অত্যন্ত স্পেশাল। এটা প্রথম রামনবমী, যখন অযোধ্যার রামমন্দিরে রামলালা বিরাজমান আছেন।’সেইসঙ্গে মমতা সরকারকে আক্রমণ করে তিনি বলেছিলেন, ‘আমি জানি যে প্রতিবারের মতো এবারও এখানে রামনবমী উৎসবকে আটকানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। যাবতীয় ষড়যন্ত্র করে ফেলেছিল। কিন্তু সত্যেরই জয় হয়। তাই আদালত থেকে অনুমতি এসে গিয়েছে। আর আগামিকাল পুরো শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের করা হবে।’