কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বৃহস্পতিবার দলের🐟 আর্থিক সমস্যার কথা তুলে ধরে দাবি𓃲 করেছেন যে দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে তারা কোনও প্রচার চালাতে পারবে না।
রাহুল গান্ধী বলেন, ‘এটা কংগ্রেস দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নয়, এটা ভারতীয় গণতন্ত্রকে ফ্রিজ করা। সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না- আমরা বিজ্ঞাপন বুক করতে পারছি না, আমাদের নেতাদের কোথাও পাঠাতে পারছি না। এটা গ🔯ণতন্ত্রের ওপর হামলা।’
প্রাক্তন কংগ্রেস সভান🤡েত্রী সোনিয়া গান্ধী এবং বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী এই মন্তব্য করেন।
ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচনী প্র🐼চারের দু'মাস আগে কংগ্রেসের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
একটি নোটিশ নব্বইয়ের দশকের, অন𝕴্যটি ৬-৭ বছর আগের। কোয়ান্টাম পরিমাণ ১৪ লক্ষ টাকা এবং শাস্তি - আমাদের পুরো আর্থিক পরিচয় ... নির্বাচন কমিশন কিছু বলেনি। এ🐲রই মধ্যে আমাদের নির্বাচনে লড়ার সক্ষমতা নষ্ট হয়ে গেছে, এরই মধ্যে আমরা এক মাস নষ্ট করেছি।