রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা রাজভবনের ভিতরে যুবতীর শ্লীলতাহানির ঘটনায় তিনজন তাঁকে ঘটনা প্রকাশ্যে আনতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। এবার এই অভিযোগ ম্যাজিস্ট্রেটের কাছে করেছেন ওই নির্যাতিতা যুবতী। শুধু তাই নয়, এই অভিযোগ যাতে তিনি না করেন তার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। এই কথাও জানিয়েছেন ওই নির্যাতিতা। রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর এবার তিন অভিযুক্তকে নোটিশ পাঠানো হয়েছে🌱। এই ঘটনায় এখন তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতি।
কে এই তিনজন কর্মী? কলকাতা পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে যে তিনজন বাধা দিয়েছিলেন এই ঘটনা চেপে যাওয়ার জন্য তাঁরা হলেন—অফিসার অন স্পেশাল ডিউটি, মহিলা প্যান্ট্রি কর্মী এবং গ্রুপ–ডি কর্মী। অনৈতিকভাবে নির্যাতিতাকে ব🐼াধা দেওয়ার জন্য হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে এই তিনজনকে তলব করা হয়েছে। আগামীকাল, সোমবার সশরীরে এসে দেখা করতে বলা হয়েছে তাঁদের। ওই রাতে তাঁদের ভূমিকা কি ছিল সেটা খতিয়ে দেখা হবে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, রাজভবনের দোতলার অফিস ঘরে জোর করে নিগ্রহ করা, আটকে রেখে হুমকি দেওয়ার অভি༺যোগ দায়ের হয়েছে ওই তিন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যপালের কনফারেন্স রুম থেকে কাঁদতে কাঁদতে যুবতী বেরনোর পর করিডর থেকে তাঁকে নিজের অফিস ঘরে নিয়ে গিয়ে এসব কথা গোপন রাখতে চাপ দেওয়া হয়।
আরও পড়ুন: নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যো♛গ নিল কলকাতা পুরসভা