রাজ্যে NRC করার এক্তিয়ার রাজ্য সরকার൩ের। রবিবার বালুরঘাটের কুমারগঞ্জে তৃণমূল প্রাথী বিপ্লব মিত্রের ভোট প্রচারে এমনই দাবি করলেন তৃ🎐ণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ ঘোষণা, NRC করতে আমরা দেব না।
CAA নিয়ে তরজা তুঙ্গে
লোকসভা ভোটের আগে দেশজুড়ে CAA কার্যকর করেছে কেন্দ্রের মোদী সরকার। আর তার জেরেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাতের রাজনীতি। একদিকে উদ্বাস্✤তুদের মন পেতে চেষ্টার কসুর করছে না বিজেপি। উলটো দিয়ে সংখ্যালঘুদের ভোট পেতে সর্বশক্তি দিয়🐲ে CAAর বিরোধিতা করার হুঙ্কার দিচ্ছে তৃণমূল। তবে বিজেপির দাবি, নাগরিকত্ব কেন্দ্রের এক্তিয়ার। এতে রাজ্য কী চাইল বা চাইল না তাতে কিছু আসে যায় না।
আরও পড়ুন: পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল 𝔉সামলাতে পারবেღ না: শুভেন্দু
NRC রাজ্যের এক্তিয়ার
রবিবার কুমারগঞ্জের সভায় বিজেপির সেই দাবিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলছে, NRC করার আমি কে? আমি না কি কোন হরিদাস পাল? আমি হরিদাস ಌপাল নই, তুমি নয় গুরুদাস পাল। NRC করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারও ক্ষমতা নেই করার। আমি করতে দেব না’।
এর পর অসমে NRCর কথা মনে করিয়ে মমতা বলেন, ‘করেছিলে তো, আসামে করোনি? মনে নেই আপনাꦬদের? ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল। আন্দোলꦉন করেছিল একমাত্র দল আমরা। কংগ্রেসও নয়, সিপিএমও নয়, অন্য কেউ নয়’।
পড়তে থাকুন: ‘কংগ্রেস ভাল করে লড়াই করু🧸ক, পুরো মদত ඣদেব’, মালদা থেকে বিশেষ বার্তা মমতার
শুভেন্দুকে আক্রমণ
এর পরই নাম না করে শুভেন্দু অধিকারীকে তুই তোকারি শুরু করেন মমতা।🌼 বলেন, ‘তুই করার কে রে? টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দেয়ে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা মারাবি? সাজিয়ে গুজিয়ে বোমা? মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালীপটকা দিয়ে। কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। তোমরা মিথ্যে কথা বলো’।
তবে বিজেপির দাবি, CAAর সঙ্গে NRC🍸র কোনও যোগ নেই। CAA কার্যকর করা হয়েছে উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া বিজেপির উদ্দেশ নয়।