শনির সন্ধ্যায় দুর্ঘটনার কবলে দমদম লোকসভ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায়। জানা গিয়েছে, প্রচার শেষ করে ফেরার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সোদপুরের এইচবি টাউনের সামনে ঘটেছে দুর্ঘটনাটি। রিপোর্ট অনুযায়ী, গৌততবাবুর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ম্যাটাডর। তাতেই তৃণমূল সাংসদের গাড়ির পিছনটা দুমড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। তবে দুর্ঘটনার জেরে তিনি গুরুতর কোনও চোট পাননি বলে জানা গিয়েছে। এদিকে সৌগতবাবুর গাড়িতে ধাক্কা মারা ম্যাটডরটিকে আটক করে খড়দা থানার পুলিশ। (আরও পড়ুন: দশম শ্রেণির 🐲বই থেকে বাদ তৃণম♛ূল-CPI, দ্বাদশের বইতে জুড়ল ৩৭০ ধারা প্রত্যাহার)
আরও পড়ুন: পালটে যাবে কলকাতা🍒 মেট্রোর নকশা, শুরু হল নয়া ভূগর্ভস্থ স্টেশন ত𓄧ৈরির কাজ
জানা গিয়েছে, সোদপুর ট্রাফিক মোড়ে প্রচার শেষে ফিরছিলেন সৌগত রায়। সেই সময় এইচবি টাউনের সামনে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ম্যাটাডর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। রিপোর্ট অনুযায়ী, যে ম্যাটাডরটি সৌগতবাবুর গাড়িতে ধাক্কা মারে তাতে একটি নামকরা ইলেকট্রনিক বিপণনের স্টিকার লাগানো ছিল। ম্যাটাডরে করে 👍ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। এদিকে সৌগতবাবুর গাড়ির পিছনের দিকে একটি অতিরিক্ত টায়ার ছিল। সেই টায়ারের কারণে ম্যাটাডরের ধাক্কা কিছুটা হলেও 'কম ক্ষতি' করে সৌগতবাবুর গাড়িতে। তবে এসইউভি গাড়িটির পিছনের দরজার একটা অংশ দুমড়ে যায় ম্যাটাডরের আঘাতে।
আরও পড়ুন: কোথায় প্রচার, সেট🍷াই ভুলে গে𓂃লেন শতাব্দী! ফের পড়লেন বিক্ষোভের মুখে
উল্লেখ্য, বর্ষীয়ান নেতাকে এবারও দমদম লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতবার এই আসন থেকেই বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হয়েছিলেন সৌগতবাবু। এর আগে ২০১৪ সালে সিপিএম-এর অসীম দাসগুপ্ত এবং ২০০৯ সালে সিপিএম-এর অমিতাভ নন্দীকে হারিয়ে এই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সৌগতবাবু। এবার চতুর্থবারের জন্য লোকসভায় প্রবেশের টিকিট পেতে এই আসন থেকে ভোটে লড়ছেন তিনি। বিজেপি তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী করেছে তৃণমূল ত্যাগী শীলভদ্র দত্তকে। তিনি ব্যারাকপুর বিধানসভা෴ কেন্দ্রের দুই বারের জয়ী বিধায়ক। এদিকে বামেদের তরফ থেকে দমদমে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তীকে। এই আবহে দমদমের ত্রিমুখী লড়াই বেশ জমজমাট হবে বলে আশা করা হচ্ছে। আর তাই কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ক্রমাগত ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন সৌগতবাবু। এরই মধ্যে এই দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। তবে রাতে তাঁর অনুগামীদের তরফ থেকে জানানো হয়, সাংসদ আপাতত সুস্থ আছেন। তাঁর কোথাও গুরুতর চোট লাগেনি।