নি꧑র্বাচনী প্রচারে বেরিয়ে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বসে গেল সভার মঞ্চ। রবিবার গোবরডাঙার পিকলো মোড় এলাকায় বিজেপির তরফে একটি ꦫপ্রচার মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের শেষে বক্তব্য রাখার জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চে শান্তনু সহ দলের অন্যান্য নেতারা উঠতেই মঞ্চটি বসে যায়। সে ক্ষেত্রে মঞ্চের পরিকাঠামো এবং গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। এমন ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: মতুয়াবাড়ি মামলায় শান্তনুকে স্বস্তি, প🐻ুলিশের নিরপেক্ষ♔তা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
এবার লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে শান্তনু ঠাকুরকে ফের প্রার্থী করেছে বিজেপি। জয়ের লক্ষ্যে পুরোদমে তিনি প্রচার চালাচ্ছেন। পথসভা, মিছিল, জনসভা প্রভৃতির মাধ্যমে নিজের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন। সেরকমই রবিবার গোবরডাঙায় মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে একটি পথসভা করা হয়। তার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চে উঠেছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এছাড়াও ছিলেন বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিধায়ক অশোক কীর্তনীয়๊া ও অন্যান্য নেতারা। ঠিক সেই সময় বসে যায় মঞ্চের একাংশ। আর একটু হলেই বিজেপি প্রার্থী পড়ে যেতেন। তবে তাঁকে ধরে ফꦐেলেন অন্যান্য নেতারা। ফলে বিপদের হাত থেকে তিনি রক্ষা পান।
এই ঘটনায় বিজেপির তরফে দাবি করা হয়েছে, স্টেজ ভাঙেনি। অস্থায়ী পাঠাতনের প্লাই উঁচুনিচু হয়ে গিয়েছিল। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত জানান, এই দুর্ঘটনা কাম্য নয়। এনিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। তবে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসই জয়ী হবেন বলে তিনি আশাবাদী।
প্রসঙ্গত, এর আগে একই ঘটনা ঘটেছিল তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারীর মঞ্চে। তিনি ঘাটালের ঝাউতলায় পথসভা করে মঞ্চে ওঠেন। তখন দ💞েবকে ঘিরে ধরে অন𒈔েক মানুষ মঞ্চে উঠে পড়ছিলেন। তাতেই ভর সইতে না পেরে মঞ্চের একাংশ বসে যায়। তবে দেবকে সঙ্গেসঙ্গে নিরাপত্তারক্ষীরা ধরে ফেললে কোনও বিপদ ঘটেনি। কারও কোনও ক্ষতি হয়নি। আর এবার শান্তনুর মঞ্চে একই ঘটনা ঘটল। এদিনের ঘটনাতেও কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।