♌ রাজ্যের ভোটচর্চার অন্যতম উপকেন্দ্র নন্দীগ্রামে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলা নেওয়া হবে? ভোটের বহর দেখে যদিও সেব্যাপারে সন্দিহান অনেকেই। তমলুক কেন্দ্রের নন্দীগ্রামে বসে থেকে দিনভর ভোট পাহারা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওদিকে ছাপ্পার অভিযোগ করে মুখ পুড়ল বিজেপি প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের।
আরও পড়ুন: 🃏বনকর্মী খুনে ৩ বাংলাদেশি চোরাশিকারি গ্রেফতার, মধু-হরিণের জন্য জলসীমা লঙ্ঘন
পড়তে থাকুন: ꦿবাংলাদেশের সাংসদের দেহ ৮০ টুকরো করতে কত টাকা মিলেছিল? খুনের তদন্তে নয়া মোড়
♔২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতির অন্যতম নিয়ামক নন্দীগ্রাম। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে লাইম লাইট থেকে সরে যায় হলদি নদীর পাড়ের এই জনপদ। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নন্দীগ্রাম। ২০২৪ সালেও সেখানে মানরক্ষার লড়াই বিজেপি ও তৃণমূল ২ পক্ষের কাছেই। এমনকী নন্দীগ্রামে দিন কয়েক আগে ভোটপ্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বদলার হুমকি দিয়ে আসেন। তবে ভোটগ্রহণের শেষে ২ পক্ষের শরীরি ভাষা বলছে সেখানে বিজেপিরই পাল্লা ভারী।
🤡এদিন সকালে ভোট দিয়ে নন্দীগ্রামে নিজের দলীয় কার্যালয়ে বসে দিনভর ভোটের তদারকি করেন স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটগ্রহণ শেষে তাঁকে বলতে শোনা যায়, ‘কাঁথি ও তমলুক বিজেপি জিতছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভায় যাচ্ছেন।’
আরও পড়ুন: ꦇযাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটে, কর্মসমিতির বৈঠকে শাস্তিতে সিলমোহর
ꦑওদিকে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দাবি করেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়ায় ছাপ্পা ভোট করাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের লাইভ স্ট্রিমিংয়ের ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেন তিনি। অভিযোগ পত্রপাঠ খারিজ করে কমিশনের তরফে জানানো হয়, ওই বুথে ইভিএম খারাপ হয়ে গিয়েছিল। সেই খারাপ ইভিএম বদলানোর কাজ করছিলেন কমিশনেরই কর্মীরা। তাকেই ছাপ্পা হচ্ছে বলে পোস্ট করেছেন দেবাংশু। সঙ্গে, কী করে কমিশনের লাইভ স্ট্রিমিয়ের ফুটেজ দেবাংশু পেলেন তার তদন্ত শুরু করেছে কমিশন।