কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা থেকে স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে তিনি বলে𝄹ন, উদয়ন গুহ বলেছিল আমি দিনহাটায় এলে বেঁধে রাখবেন। কখন কোথায় যেতে হবে বলুন। উদয়নকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি কর্মীদের কেশাগ্র স্পর্থ করলে আপনার বারোট💃া বাজাবো।
মমতাকে আক্রমণ শুভেন্দুর
সোমবার শুভেন্দুবাবু বলেন, ‘দিনহাটায় কর্মসূচি করতে মমতা পুলিশের আধিকারিকরা বারে বারে বাধা দি🍌য়েছে। আমরা কার্যত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে এই সভা এখানে করতে পেরেছি। তাও আমাকে ৩০ কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে। আমি কারণ জানতে চাইলাম। বলল, ওখানে না কি হীরকরানি এসেছেন’।
নিশানায় উদয়ন
এর পরই উদয়ন গুহর উদ্দেশে আক্রমণ শানান তিনি। বলেন, ‘এখানকার উদয়ন গুহ, কোথায় আপনি? আপনার লেকচার আমি শুনেছি। আপনি বলে🤪ছেন না, বিরোধী দলনেতা দিনহাটায় এলে না কি বেঁধে রাখবেন? কোথায় যেতে হবে বলুন? আপনি যদি🐷 কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন। আমি যাচ্ছি। সিকিউরিটি ছাড়াই যাব’।
কেষ্টর পরিণতি স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এই সব কাগুজে বাঘদের সোজা করতে বেশি দিন লাগে না। একটার নাম কেষ্ট মণ্ডল। ভোট এলেই বলত চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা। কেষ্ট কোথায়? কেষ্ট তিহাড়ে। ৩০ ডিসেম্বর ২০২৩, আমি বসিরহাটে সভা করেছিলাম। বলেছিলাম, শাহজাহান, তোমার টাইম হয়ে এসেছে। ১ জানুয়ারি ২০২৪, আমাকে বললꦛ, এই মেদিনীপুরের ছানাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠাব। আজ শাহজাহান কোথায়? বাড়িটাও ইডি অক🏅শনের জন্য নিয়ে নিয়েছে। পুরো পরিবার জেলে। আর আমি কয়েকদিন আগে শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি’।
উদয়নকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘আমাদের এখানে ভোট পরবর্তী হিংসায় শ্রীধর দাস, হারাধন রায়, এই মায়ের চোখের জল, বদলা হবে না? পদ্মফুলে ভোট দিয়েছে বলে এর বাড়ির লোককে যারা মেরেছে। ১৯ তারিখে বদলা হবে তো? দিনহাটা - শীতলকুচির লোকেরা ঘরছাড়া হয়ে অসমে গেছে। ২১ ভুলে গেছেন? আমি কথা দিয়ে যাচ্ছি। ভোটটা করুন। একটা যদি কেশাগ্র স্🐈পর্শ করে এই উদয়ন আর হ্যাপি, ২ জনের বারোটা বাজাবো। কান খুলে শুনে রাখুন’।
ফের বললেন সংগ্রামী ভাতার কথা
সঙ্গে দলীয় কর্মীদের শুভেন্দুর প্রতিশ্রুতি, ‘যত জেল খেটেছে, মিথ্যা মামলা দিয়েছে বেশি দিন লাগবে না। মুখ্যমন্ত্রী, মাথাভাঙায় বলে গিয়েছেন, কিছু পুলিশ নিশীথের সঙ্গে যোগাযোগ রাখছে ২ মাস পরে দেখে নেব। আরে ২ মাস পরে আপনি কী দেখে নেবেন? আপনিই মুখ্যমন্ত্রী থাকবেন না। বিজেপি এত সিটে জিতবে যে আপনি পার্টি অফ♚িস খোলার লোক খুঁজে পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে জেল খাটা দলীয় কর্মীদের সংগ্রামী ভাতা দেবে মাসে ৫ হাজার টাকা করে। সব মিথ্যা মামলা মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রত্যাহার করে নেওয়া হবে’।