লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রের ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করলেও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষিপ্ত বেনিয়মের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শুভেন্দুবাবু বলেন, আজকের নির্বাচনের নির্যাস, রাষ্ট্র🍸বাদীরা ৩, আর চোরেরা শূন্য।
শুভেন্দুর সন্তোষ প্রকাশ
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘এই নির্বাচনকে ত্রুটিমুক্ত বলা যাবে না। তবে সাধারণ মানুষের অংশগ্রহণে আমরা খুশি। পঞ্চায়েত নির্বাচন যে কায়দায় রাজ্য প্রশাসন করেছে সেই কায়দায় করতে পারেনি। কোচবিহারে ১৬ – ১৭টা বুথ, আলিপুরদুয়ারের ২টি বুথ আর জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির কয়েকটি বুথ ছাড়া বাকি নির্বাচনে ৮০ শতাংশের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। কয়েকটি বুথে মৃত ভোটারদের নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে। এতে হয়তো জয়ের ব্যবধানের উনিশ – বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে আমরা ২০০ শতাংশ নিশ্চিত। নিশীথ প্রামাণিকের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে। আজকের নির্বাচনের নির্যাস, রাষ্ট্রবাদীরা ৩, আর চোরেরা ꦍশূন্য’।
বিক্ষিপ্ত হিংসার মধ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা ঘটলেও শুক্রবারের ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে কমিশন। রাজ্যের ৩ কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ। কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন ভোটে অশান্তি ছড়ানোর চেষ্টা করায় ১২ জ✅নকে গ্রেফতার করা হয়েছে। ১২ জনই গ্রেফতার হয়েছে কোচবিহারে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু ব𓂃লেন, ‘উদয়ন গুহ আজ একটু টাইট ছিল। মানুষ ওকে টাইট দিয়ে রেখেছিল’। এদিনের ভোটগ্রহণ নিয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, ‘তৃণমূল ভোট লুঠের চেষ্টা করেছি। তবে মানুষ তা রুখে দিয়েছে।’