প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। শনিবার আসানসোলের কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হ🐽য়ে কুলটি থানা মোড় পর্যন্ত রোড শো ছিল প্রার্থীর। কিন্তু পথে কেন্দুয়া বাজার𓃲ে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাঁকে ঘিরে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দলের হয়ে কাজ করলেও পুরনো কর্মীরা মর্যাদা পাচ্ছেন না। উলটো দিকে দুর্নীতিগ্রস্তদের গুরুত্ব দিচ্ছে দল।
বিক্ষোভকারী জিসান কুরেসি অভিযোগ করেছেন. কুলটির বর্তমান বিধায়ক গরু পাচারের সঙ্গে যুক্ত। আরও নানা অনৈতিক কাজের ꧂সঙ্গে যুক্ত তিনি। সেই কারণে কুলটিবাসী বিজেপির🧔 প্রার্থীকে ভোট দান থেকে বিরত থাকবেন।
পাশাপাশি তিনি নিজেকে গত পৌরসভা নির্বাচনের প্রার্থী বলেও দাবি করেছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কুলটির কেন্দুয়া বাজারে। সাংবাদিকরা এই ঘটনার ছবি তুলতে গেলে স্থানীয় বিজেপি কর্মীরা লাঠি উচিয়ে সাংবাদিকদের তাড়া করে। ছবি তুলতে বাধা দেয়। শেষ পর্যন্ত সাংবাদিকদের প্রতিহত প্রতিরোধে তারা পিছু হঠে। বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া জানান, খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আমার নাম ঘোষণা করেছ🍸েন। দলের কর্মী হিসেবে ওই ব্যক্তি তার গুরুত্ব বুঝতে চাইছেন না।
অন্যদিকে এই রোড শো-তে বেশ কিছু নাবালককে দেখা যায়🎃। পতাকা হাতে রোড শোতে অংশ ন👍েয় তারা। যা নির্বাচনবিধি বিরুদ্ধে। এই বিষয়ে প্রার্থী সুরিন্দ্রর সিং আহলুয়ালিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘মোদিজীর বিকশিত ভারতের আহ্বায়ক হিসেবে ওই শিশুরা এই মিছিলে দেশের উন্নয়নকে আহ্বান জানিয়েছে’।