Pভোটগণনা চলাকালীন বিষ্ণুপুরে গ💟ণনাকেন্দ্রের বাইরে ছড়াল উত্তেজনা। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দ্বিতীয় রাউন্ড গণনার ফল ঘোষণা হতেই একে অপরের ওপর হামলা চালায় তৃণমূল ও বিজেপি। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর ময়দানে অবতীর্ণ হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। আপাতত এলাকা শান্তিপূর্ণ হলেও উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন - ডায়মন্ড হ🌸ারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের 💮মারধর - হুমকির অভিযোগ, গণনা বয়কট বাম-BJPর
পড়তে থাকুন - ভাঙড়ে গভীর রাতে বಌোমা তৈরির সময় 🔯বিস্ফোরণ, আহত ISFএর পঞ্চায়েত সদস্যসহ ৫
বিজেপির অভিযোগ, মঙ্গলবার দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিষ্ণুপুর হাই স্কুলের গণনাকেন্দ্র থেকে ঘোষণা করা হয় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এর পর লাঠি সোটা নিয়ে বিজেপির ক্যাম্পে হামলা চালায় তৃণমূল কর্মীরা। মাঠের মাঝখানে প্রশাসনের করা ত্রিপলের বেড়া ছিঁড়ে হামলা চালায় তারা। বিজেপির ক্যাম্পে চেয়ার টেবিল ফ্যান ভাঙচুর করা হয়। ভাঙচুর কর𒊎া হয় বিজেপি কর্মীদের একটি গাড়িও।
পালটা লাঠিসোটা নিয়ে তৃণমূলের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা। গোটা মাঠ রণক্ষেত্র🌟ের চেহারা নেয়। লা꧋ঠি ও ইটের আঘাতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
বেশ কিছ🥂ুক𝔍্ষণ সংঘর্ষ চলার পর ময়দানে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দুপক্ষকেই নিজেদের ক্যাম্পে পাঠিয়ে দেয় তারা। আপাতত মাঠের দখল নিয়েছে তারা।
আরও পড়ুন - সপ্তম দফাতেও বাড়ল ভোটদ♓ানের হার, দেখে নিন কোন কℱেন্দ্রে কত ভোট পড়ল
বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দাবি করেন, দ্বিতীয় রাউন্ডের ফল ঘোষণা হতেই তৃণমূলের ক൲্যাম্পের লোকজন আমাদের ওপর লাঠি সোটা নিয়ে আক্রমণ করে। বড় বড় ঢিল ছুড়েছে। কোথাও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ছিল না। আমাদের ছেলেরা প্রাণ হাতে নিয়ে প্রতিরোধ করেছে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ময়দানে নামে। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তৃণমূল মারধর করে আমাদের এখান থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু সেটা হবে না।