সন্দেশখালিতে এবার বিজেপিতে বিদ্রোহ? দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বিজেপিরই মণ্ডল সভাপতি শান্তনু পাইকের নামে। পোস্টারে অভিযোগ করা হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের সঙ্গে তৃণমূলের গোপন যোগাযোগ রয়েছে।ꦉ এমনকী তিনিই গঙ্গাধর কয়ালকে ফাঁসিয়েছেন বলে দাবি করা হয়েছে ওই পোস্টারে।
আরও পড়ুন: বাংলায় ক্লিন সুইপ 'দেখ✤ছেন' মোদী,🍬 শাহের গলায় আবার 'নির্দিষ্ট আসন সংখ্যা'
পড়তে থাকুন: 'ভারতে সংখ্যালঘুরা বিপন্ন…',মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধ𓆏ির ডেটা𒆙 তুলে ধরে আবেদন মোদীর
শনিবার সকালে সন্দেশখালির সরবেড়িয়া, ধামাখালি, রামপুরে বিভ✅িন্ন জায়গায় সাদা কাগজে কম্পিউটারে ছাপানো পোস্টার দেখা যায়। তাতে কোনওটায় লেখা, ‘জেলা সভাপতি তাপস ঘোষের সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত মানছি না, মানব না।’ কোনওটায় আবার লেখা, ‘গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হল কেন তাপস ঘোষ জবাব দেও।’ কোথাও লেখা, কিছু লোক তাপস ঘোষের নেতৃত্বে মণ্ডল সভাপতি হয়েছিল। তারা দুর্নীতিগ্রস্ত’। প্রতিটি পোস্টারের নীচে রয়েছে মণ্ডল সভাপতি শান্তনু পাইকের নাম।
স্থানীয়রা জানিয়েছে, পোস্টার কে লাগিয়েছে তা জানা যায়নি। পোস্টার তাඣঁরই লাগানো কি না তা নিয়ে মুখ খোলেননি শান্তনুবাবু। ওদিকে তাপসবাবু জানিয়েছেন, আমি পোস্টার চোখে দেখিনি। শুনেছি শান্তনু কয়ালের নামে কে পোস্টার লাগিয়েছে। আমাকে যদি কেউ এক গলা জলে দাঁড়িয়েও বলে যে শান্তনু পোস্টার লাগিয়েছে আমি তা বিশ্বাস করব না। এটা তৃণমূলের কাজ। তৃণমূল নানা ভাবে সন্দেশখালির আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে। এটা সেই চক্রান্তের একটা অংশ।
আরও পড়ুন: 'যত সময় যাব♍ে, তত বিকৃত হতে পারে প্রমাণ', রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
তৃণমূলের দাবি, এটা বಌিজেপির টাকার বখরা নিয়ে গণ্ডগোলের ফল। দিল্লি থেকে দলের যে তহবিল আসে তার কতটা জেলা সভাপতির কাছে থাকবে আর কতটা মণ্ডল সভ🧸াপতির কাছে থাকবে তা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা।